সংগৃহিত
আন্তর্জাতিক
পাকিস্তানে জাতীয় নির্বাচন

পিটিআই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে নওয়াজের দল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নির্বাচনে জয়ী ‘পিটিআই-স্বতন্ত্র’ প্রার্থীদের সঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)।

দেশটির সংবাদমাধ্য জিও নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলোর নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। ন্যাশনাল অ্যাসেম্বলির আসনসংখ্যা মোট ২৬৬টি। এসবের মধ্যে একটি ব্যতীত বাকী ২৬৫ আসনে নির্বাচন হয়েছে।

শুক্রবার বিকেল পর্যন্ত এই আসনগুলোর মধ্যে ১৩৯টির ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তা বিশ্লেষণ করে দেখা গেছে, এই আসনগুলোর মধ্যে ৫৭টিতে জয়ী হয়েছেন জয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এছাড়া বিলাওয়ালি জারদারি ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৩৪টি আসন, পিএমএলএন পেয়েছে ৪২টি আসন। এর বাইরে মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ৪টি, জামায়াতে উলামায়ে ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) ১টি এবং বাকি ১টি আসনে জয়ী হয়েছে অন্য একটি দলের প্রার্থী।

তোশাখানা দুর্নীতি মামলা এবং রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের মামলায় যথাক্রমে ১৪ ও ১০ বছর কারাবাসের সাজা পাওয়া ইমরান খান বর্তমানে আছেন পাকিস্তানের আদিয়ালা কারাগারে। এই নির্বচনে পাঞ্জাবের মিনাওয়ালিসহ আরও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং আদালত নির্বাচনে পিটিআই প্রার্থীদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে নির্বাচন কার্যক্রমে পিটিআই প্রার্থীরা দলীয় প্রতীকের পরিবর্তে ইসিপির নথিবদ্ধ অন্যান্য প্রতীক ব্যবহার করতে বাধ্য হয়েছেন।

যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করতে পারেননি, তাই পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এই প্রার্থীদের ‘পিটিআই-স্বতন্ত্র’ বলে উল্লেখ করছে।

রয়টার্স জানিয়েছে, এ পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী সরকার গঠনের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএলএন ‘পিটিআই-স্বতন্ত্র’ প্রার্থীদের নিজ দলে নিয়ে আসতে ইতোমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংক...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

আট বছর একই অন্তর্বাস পরে খেলেন ব্রাজিলের এদেরসন

সবকিছুতে কুসংস্কার আছে; খেলাধুলাতে থাকবে এটিই স্বা...

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল।...

নাকে খোঁচা দিয়ে শাস্তির মুখে বদরাগী কোচ

বাষট্টি চলছে তার। এই বয়সেও তার বদরাগী মেজাজ এতটুকু কমেনি; বরং দিন দিন যেন তা...

কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় নাটকের মঞ্চায়ন হয়নি

রমজান মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা