আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৪ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য ও ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয়। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়। নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করেছে আইএসপিআর।

এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী ও চার সেনা সদস্য নিহত হন। সেনা সদস্যরা হলেন-লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ (২১), নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) এবং সিপাহী হিমত খান (২৯)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে ‘অপারেশন স্যানিটাইজেশন’ পরিচালনা করা হচ্ছে। এই অপারেশনের অংশ হিসেবে শনিবার দুটি জায়গায় অভিযান চালানো হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযানে সেনাবাহিনীর সফলতা ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

এক বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, ‘সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। এই অভিযানে শহিদ সেনাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

অপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘সেনাবাহিনীর শহিদ সদস্যদের আত্মত্যাগে জাতি গর্বিত। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো এবং তাদের খারাপ উদ্দেশ্য কখনোই সফল হতে দেবো না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএনসিসি প্রশাসকের গণশুনানিতে দু’পক্ষের মারামারি

হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাস...

মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বললো ভারত 

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করতে বাংলাদেশ...

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার যুবক ইউক্রেনের হামলায় নিহত

সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং পরিবারের অভাব ঘোচাতে রাশিয়...

ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির ত...

হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি

হোয়াইট হাউস শুক্রবার (১৮ এপ্রিল) সকালে একটি নতুন...

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্র...

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান...

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; চিকিৎসক মাত্র চার জন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে...

ফেনীতে ড্যাবের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফেনী শাখার আয়োজনে শুক্রবার...

মুকেশ ধীরুভাই আম্বানি

মুকেশ ধীরুভাই আম্বানি যিনি আম্বানি নামেই বেশি পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা