লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতে সারাদেশের মত রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ হল রুমে শনিবার (৮ মার্চ) আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।
‘অধিকার, সমতা ,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা প্রশাসন দিবসটিকে ব্যতিক্রম ভাবে পালন করেছে। উপজেলা প্রশাসন এ দিন ২৫ জন স্বামী পরিত্যক্তা নারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) তাহমিতা খানম, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ সহ অন্যান্যরা।
ঈদ সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্বামী পরিত্যক্তা এসব নারীরা।
আমারবাঙলা/ইউকে