রাজবাড়ীর পাংশা বাজারের ড্রেনেজ ব্যবস্থার করুণ অবস্থা দীর্ঘদিনের সমস্যা। প্রায় সব জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিছু কিছু স্থানে ড্রেন বন্ধ করে দোকান-পাট নির্মাণ করা হয়েছে, যার ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই বাজারের সড়কে পানি জমে যায়। এতে পথচারী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন।
পাংশা শহরের এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছে পাংশা পৌর প্রশাসন ও পাংশা বাজার বণিক সমিতি। যৌথভাবে তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছেন।
মঙ্গলবার (০৪ মার্চ) পাংশা পুরাতন রেলগেট এলাকায় ড্রেনের ওপর দোকানঘর নির্মাণ করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সরেজমিন পরিদর্শন করেন পাংশা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা। এ সময় উপস্থিত ছিলেন পাংশা শিল্প ও বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, ব্যবসায়ী মনিরুল ইসলামসহ বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও ও পৌর প্রশাসক এস. এম. আবু দারদা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, "পাংশা শহর আপনাদের, এটিকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের সবার। আসুন, সবাই মিলে একটি উন্নত পাংশা গড়ি।"
আমারবাঙলা/ইউকে