সংগৃহীত
জাতীয়

পাঁচ জেলায় মৃদু তাপদাহ, বাড়তে পারে গরম

নিজস্ব প্রতিবেদক

দেশের পাঁচটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার (১৬ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

এদিন কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে অতি তীব্র তাপদাহ বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

রবিবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার ঢাকা ও আশপাশের এলাকাগুলোতো আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, সোমবার থেকে তাপদাহের বিস্তার কমে আসার সম্ভাবনা রয়েছে। পরদিন থেকে ২৫ তারিখ পর্যন্ত কোথাও তাপদাহ বয়ে যাওয়ার আভাস নেই। আগামী ২০ থেকে ২২ মার্চ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিও হতে পারে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ শহর অটোরিকশার দখলে

কিশোরগঞ্জ শহরে যানজট নিত্যসঙ্গী হয়ে পড়েছে। অটোরিকশার দাপটে শহরের রাস্তায় পা ফ...

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন

আন্তর্জাতিক নদী কৃত্য দিবস ২০২৫ পালন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ)...

মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের (বল...

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

বগুড়ায় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তা...

দিনাজপুরে সরঞ্জাম সংকটে বন্ধ ব্রিজ নির্মাণকাজ

দিনাজপুরের বিরল উপজেলার আরসিসি কাটার ব্রিজ নির্মাণকাজ দীর্ঘদিন ধরে সরঞ্জাম সং...

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্...

রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা

রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অস্ত্রধ...

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজার

মাথা ভর্তি ঝাকড়া চুল। হয়তো এই কারণেই একটু আলাদাভাবেই পড়েন সবার নজরে। ২৭ বসন্ত...

ছুটিতে পাঠানো হয়েছে ভয়েস অব আমেরিকার ১৩ শতাধিক কর্মীকে

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনেরও বেশি কর্মীকে ছ...

‘ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা