স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
গতকাল মঙ্গলবার হঠাৎ বোর্ড সভা ঢাকা হয়। বলা হয়, বুধবার (আজ) বোর্ড সভা হবে। সিদ্ধান্ত অনুসারে, আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের পরিবর্তে সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
কথা ছিল, এই সভায় যোগ দেবেন সাবেক বিসিবি সভাপতি পাপন। অনলাইনে যোগ দেওয়ার কথা ছিল তার। অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। কিন্তু আজকের এই সভায় যোগ দেননি পাপন। তাহলে প্রশ্ন হলো, কীভাবে পদত্যাগ করেছেন পাপন?
জানা যায়, সভা শুরুর আগেই ইমেইল করেছেন পাপন। সেখানেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বোর্ড পরিচালকদের কাছে পদত্যাগপত্র পাঠান পাপন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ অক্টোরব বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। সরকারের পক্ষ থেকে সরাসরি তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন পাপন। অবশেষে ১২ বছর দায়িত্ব পালনের পর আজ বুধবার (২১ আগস্ট) বিসিবিপ্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি।
আমার বাংলা/এমআর