সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে এবার নিজেকে ‘রাজা’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনজেশন প্রাইসিং’ বাতিলের কথা জানানোর সময় ট্রাম্প ঘোষণা দেন, ‘রাজা দীর্ঘজীবী হোন!’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘কনজেশন প্রাইসিং শেষ হয়ে গেছে। ম্যানহাটন এবং সমগ্র নিউইয়র্ক সংরক্ষণ করা হয়েছে। রাজা দীর্ঘজীবী হোক!’
এদিকে, হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের পোস্ট শেয়ারও করা হয়েছে, যেখানে তার একটি মুকুট পরা ছবি দেয়া হয়েছে।
নতুন মার্কিন প্রশাসন দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ‘অবজ্ঞা’ করছে- ক্রমবর্ধমান এমন উদ্বেগের মধ্যেই এ ধরনের পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আমারবাঙলা/জিজি