ক্রীড়া ডেস্ক : গত সপ্তাহে কেপটাউনের নিউল্যান্ডসে মাত্র দেড় দিনে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পিচকে ‘অসন্তোষজনক’ বলে বলে মন্তব্য করেছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
‘আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেস’-এর আওতায় কেপটাউনের ঐ ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
মাত্র দেড় দিনে শেষ হওয়া ঐ টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। পাঁচদিনের ৩০ ঘন্টার টেস্ট মাত্র সাড়ে ৯ ঘন্টায় শেষ হয়। দেড় দিনে মোট ৩৩ উইকেটের পতন হয়। প্রথম দিনই ২৩ উইকেটের পতন হয়েছিলো। এরফলে, টেস্ট ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয় ঐ ম্যাচটি।
কেপটাউনের পিচ নিয়ে ম্যাচ কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করলে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ও ভারত দলপতি রোহিত শর্মার সাথে আলোচনা করার পর প্রতিবেদন জমা দেন আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এমন পিচটিকে নিম্নমানের বলেছেন দু’জনই।
আইসিসির সিদ্ধান্তে রিপোর্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে সিএসএ।
ব্রড বলেছেন, ‘নিউল্যান্ডসের পিচ ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল। পুরো ম্যাচেই বল দ্রুত গতিতে বাউন্স করেছে এবং কখনও কখনও সেটি ছিলো উদ্বেগজনক। যার ফলে শট খেলা কঠিন ছিল। কয়েকজন ব্যাটারদের গ্লাভসে বল লেগেছে এবং অসমান বাউন্সের কারণে অনেক উইকেটও পড়েছে।’
আইসিসির মতে ‘অসন্তোষজনক’ পিচের ঐ টেস্ট ৭ উইকেটে জিতেছিলো ভারত।
এবি/এইচএন