নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা তেল ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে তেলবাহী নৌযানে আগুন লেগে এর ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত ১ জন দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে ফতুল্লা থানা পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফতুল্লা লঞ্চঘাটের লেবার হান্নান জানান, বরিশাল থেকে তেল নিতে আসা এম ভি মনপুরা নামের এই তেলবাহী নৌযানটি মেঘনা তেল ডিপোর ঘাটে ভিড়ানো ছিলো। বেলা দেড়টা দিকে নৌযানটিতে প্রচন্ড বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।
ফতুল্লা থানার ওসি নুরে আজম জানান, এ ঘটনায় একজন দগ্ধ হওয়ার খবর জানতে পেরেছি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এসময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।
এবি/এইচএন