নাটোরে জেলা প্রশাসকের পুরাতন বাসভবন চত্বর থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা একটার দিকে সেনা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব ব্যালট উদ্ধার করে।
জেলা প্রশাসন ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মাটির নিচে থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালট পেপারগুলোর কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত। তবে সংখ্যা নিরূপণ করা শেষ হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এগুলো মাটির নিচে চাপা দেওয়া ছিল।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘এখানে কীভাবে এই ব্যালট পেপারগুলো এল, তা আমার জানা নেই। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার জন্য আমার কার্যালয়ের কর্মকর্তাদের বলেছি। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছি।’
জেলা প্রশাসকের পুরাতন বাংলোটির অবস্থান শহরের কান্দিভিটুয়া এলাকায় নাটোর সদর হাসপাতাল ও পুরোনো থানা ভবনের মাঝখানে। এখান থেকেই শুক্রবার (২৮ মার্চ) চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এই বাংলোটিতে গত তিন যুগেও কোনো জেলা প্রশাসক থাকেননি। তারা থাকেন মোহনপুর এলাকায় নতুন বাংলোতে। ২০২৪ সালের নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন আবু নাসের ভূঞা।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (নেজারত, ডেপুটি কালেক্টরেট) উমর ফারুক বলেন, ব্যালট পেপারগুলো পরীক্ষা করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ গণনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এগুলো বাজেয়াপ্ত করা ব্যালট পেপার।
আমারবাঙলা/এমআরইউ