নীলফামারী জেলা কারাগারে ধর্ষণ মামলায় বন্দি শুকুর আলী নামে এক আসামীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়। সদর উপজেলার কেরানী এলাকার মৃত. জুনায়েদ আলীর ছেলে শুকুর।
জেলা কারাগার সূত্র জানায়, ১৩ মার্চ দুপুরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।
নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, একটি ধর্ষন মামলায় ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন শুকুর।
আমারবাঙলা/ইউকে