আন্তর্জাতিক ডেস্ক: মেডিকেল স্কুলে শিক্ষার্থীদের আসন বাড়ানোর সরকারের পরিকল্পনার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার চিকিৎসক রোববার রাজধানী সিউলের রাস্তায় বিক্ষোভ করেছেন। তাদের দাবি, সরকারের এই পদক্ষেপ দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলবে।
চিকিত্সকরা জানিয়েছেন, সরকারকে বছরে প্রশিক্ষিত ডাক্তারের সংখ্যার চেয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোকে বিস্তৃত পরিসরে মোকাবেলা করতে হবে।
ফেব্রুয়ারিতে ঘোষিত সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার বাড়বে, যা প্রতি বছর মোট শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারে নিয়ে যাবে।
কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (কেএমএ) এর তথ্য অনুসারে, সরকারি পরিকল্পনা বাতিলের দাবিতে রোববার ৪০ হাজার চিকিৎসক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন।
এবি/এইচএন