কপ-২৯ এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ড. মুহম্মদ ইউনূস । ছবি: বাসস
জাতীয়
কপ–২৯-এ ড. ইউনূস

‘থ্রি জিরো’ ধারণা কী?

নিজস্ব প্রতিবেদক

অনেকদিন ধরেই নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ ধারণা বিশ্বব্যাপী আলোচিত। আজ বুধবার কপ-২৯ এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে হাজির হয়েও বক্তৃতায় সেই ‘থ্রি জিরো’ ধারণা উপস্থাপন করেন।

এই তত্ত্বই ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নোবেলজয়ী করে তুলেছিল। বাকু জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই ‘থ্রি জিরো বা তিন শূন্য’ তত্ত্বকেই বড় করে তুলে ধরলেন। এই তত্ত্বের উপস্থাপনা করে তিনি বলেন, এটাই এক নতুন সভ্যতার জন্ম দেবে। গড়ে তুলবে এক নতুন পৃথিবী, যা সবার জন্য বাসযোগ্য হবে।

আসলে ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত ‘থ্রি জিরো’ ধারণা কী?

সেই ব্যাখ্যা অধ্যাপক ইউনূসের আজকের বক্তৃতাতেই রয়েছে। মুহাম্মদ ইউনূস বলেন, এই পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের সবাইকে শুধু এমন এক জীবনশৈলী গ্রহণ করতে হবে, যা এই পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে তুলবে।

বাংলাদেশে আগস্ট বিপ্লবের পর থেকে মুহাম্মদ ইউনূস যুবসমাজের ক্ষমতা ও প্রয়োজনীয়তা বড় করে তুলে ধরছেন। নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার কথা সর্বত্র বলে চলেছেন। এই বিশ্বাস তাঁর অনেক দিনের। বাকুর জলবায়ু সম্মেলনে নিজের ভাষণেও তিনি বিশ্বের যুবশক্তির প্রতি সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করে ‘থ্রি জিরো’ তত্ত্বের উল্লেখ করে সবাইকে তাঁর স্বপ্নের সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই তিনটি ক্ষেত্র অর্জন করতে পারলে বাকি কাজটুকু করে ফেলবে আজকের নতুন প্রজন্ম। তারা তাদের পৃথিবীকে ভালোবাসে।

পৃথিবীকে দূষণমুক্ত করা ও বাসযোগ্য করে তুলতে তিনি যে অনেকের চেয়ে একটু অন্যভাবে ভাবেন, সে কথা জানিয়ে প্রধান উপদেষ্টা তাঁর বহুদিনের সেই স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জলবায়ুর পরিবর্তন ক্রমেই খারাপ হয়ে চলেছে। আমাদের সভ্যতা প্রবল ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমরা নিজেদের মূল্যবোধগুলো ক্রমাগত ধ্বংস করে চলেছি। এ থেকে পরিত্রাণে আমাদের বুদ্ধি, অর্থ ও যুবশক্তিকে একত্র করতে হবে, যাতে এক নতুন সভ্যতা গড়ে ওঠে। সে জন্য আমাদের গ্রহণ করতে হবে এক নতুন ধাঁচের জীবন, যাতে এক নতুন পৃথিবীর জন্ম হয়।’

কী সেই নতুন সভ্যতা সংক্ষেপে তার রূপরেখা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জীবনশৈলী পরিবেশবিরুদ্ধ। সেই জীবনধারার পক্ষে আমরা যে যুক্তি খাড়া করি, তা অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তিশীল। সেই অর্থনৈতিক কাঠামো ভোগবাদী জীবনশৈলী গড়ে তুলেছে। লক্ষ্য ভোগবাদের প্রচার। যত বেশি ভোগ, তত বৃদ্ধি। যত বৃদ্ধি, তত সম্পদেরও বৃদ্ধি। লাভের শেষসীমায় পৌঁছানোই যেন হয়ে উঠেছে আজকের জীবনের একমাত্র ব্রত।’

নতুন সভ্যতা গড়ে উঠবে এক নতুন সংস্কৃতিতে ভর দিয়ে। সেই পাল্টা সংস্কৃতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের শূন্য বর্জ্য বা শূন্য অপচয়ের পথে হাঁটতে হবে। অপচয় বন্ধের অর্থ ভোগ কমানো। একান্ত প্রয়োজন ছাড়া বাড়তি ভোগ্যপণ্য ব্যবহৃত না হলে অপচয় কমে যাবে। নতুন সেই জীবনশৈলীর ভিত হবে শূন্য কার্বন, জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প ও নবায়নযোগ্য শক্তি।’ তিনি বলেন, পরিবেশের নিরাপত্তার জন্যই দরকার এই নতুন জীবনধারা বা ‘লাইফস্টাইল’। সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না। তা পছন্দ করতে হবে। যুব সম্প্রদায় তা আনন্দের সঙ্গে ভালোবেসে গ্রহণ করবে। এভাবে যুবাসমাজের প্রত্যেকে গড়ে উঠবে ‘থ্রি জিরো পারসন’ হিসেবে।

‘থ্রি জিরো পারসন’ কেমন, তা নির্দিষ্ট করে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সে কার্বন নিঃসরণ করবে না। অর্থাৎ সে হবে ‘জিরো কার্বন’। সে সম্পদের একক মজুতদার হবে না। তার সম্পদ হবে সামাজিক ব্যবসাভিত্তিক। অর্থাৎ সে হবে ‘জিরো দারিদ্র্য’ এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে ‘জিরো বেকারত্বের’ তৃতীয় শর্ত। অর্থাৎ মুহাম্মদ ইউনূসের মতে, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বণ নিঃসরণ শূন্যে নামাতে পারলে দুশ্চিন্তামুক্ত ও বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে।

বাকুতে মূল সম্মেলনের বাইরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার দেখা করেন স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বৈশ্বিক সংস্থা ও ফার্মাসিউটিক্যাল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পক্ষে তিনি তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

আমার বাঙল/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবআলো সাহিত্য সংহতির ৩১ সদস্যের ঢাকা বিভাগীয় কমিটি

‘শিল্প-সাহিত্যের নান্দনিক চর্চায় জ্বলে উঠুক সভ্যতার বহ্নিশিখা’&md...

মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি নন, বলছে ফ্যাক্ট চেক

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ...

ধুমধামে পেঙ্গুইন মিকির জন্মবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করে মিকি...

দেশের ৬১ শতাংশ মানুষ চান আগামী এক বছরের মধ্যে নির্বাচন হোক

দেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে...

রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে খাদ্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়া...

সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর

রাজধানীর সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে...

একতরফা বা গায়ের জোরে নির্বাচন আমরা চাই না

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দ...

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

আইপিএলের মেগা নিলামে শুরুতেই রেকর্ড গড়ছিলেন ভারতের...

পবিপ্রবিতে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি

১১০ একর ভূমি নিয়ে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ব...

শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা