নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে ‘২৬ মে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’— এমন একটি ভুয়া সংবাদ প্রচার করা হয়। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এমন ভুয়া সংবাদ প্রচারের জন্য এবার থানায় সাধারণ ডায়রি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪০৮।
এবি/এইচএন