ক্রীড়া ডেস্ক: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে জমজমাট লড়াই। অনেকেই চমক জাগানিয়া পারফর্ম্যান্স করে। এবার আরও একটা জমজমাট ম্যাচ দেখলো এই আসর। রাশিয়ার দানিল মেদভেদেভ ও ফিনল্যান্ডের এমিল রুসুভুরি চার ঘণ্টার এক ম্যারাথন লড়াই উপহার দিয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে (বাংলাদেশ সময়) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৪ ঘণ্টা ২৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে ৩-৬, ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-১), ৬-০ গেমে জেতেন আসরের তৃতীয় বাছাই মেদভেদেভ। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এর চেয়ে বেশি সময় লড়াই হয়েছে কেবল দুটি ম্যাচে।
ম্যাচের প্রথম সেটে দাপট দেখেন রুসুভুরি। ৮৩ মিনিট স্থায়ী দ্বিতীয় সেটও হাত করে নেন এই তরুণ তারকা। এরপরই মেদভেদেভের জাদু। তৃতীয় সেটে কঠিন লড়াই করে জিতে নেন রাশিয়ান তারকা। চতুর্থ সেটের একেবারে শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন তিনি। এরপর আর পেরে ওঠেননি ২৪ বছর বয়সী রুসুভুরি।
তৃতীয় রাউন্ডে ২৭ বছর বয়সী মেদভেদেভ কানাডার ফেলিক্স ওজি-আলজসিমের মুখোমুখি হবেন।
এবি/এইচএন