সংগৃহীত
সারাদেশ

ড্রোনের মাধ্যমে সেন্ট মার্টিনের বর্জ্য খোঁজা হবে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার। বঙ্গোপসাগরের মধ্যে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপটিতে এখন কোনো পর্যটক নেই। সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে পর্যটকশূন্য থাকায় দ্বীপের পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষার কাজ এখন পুরোদমে চলবে।

দ্বীপটির কোন কোন জায়গায় প্লাস্টিক বর্জ্য কিংবা যেকোনো বর্জ্য আছে তা খুঁজে বের করতে উড়বে ড্রোন। বর্জ্য শনাক্ত করে সেসব সংগ্রহ করা হবে। দ্বীপের পরিবেশ রক্ষায় আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এমন কার্যক্রম। দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রমও চলবে এর পাশাপাশি। পরিবেশ অধিদপ্তরের একটি দল এ জন্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সেন্ট মার্টিনে গেছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, ২ ফেব্রুয়ারি উচ্চপর্যায়ের বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা এবং খাওয়ার পানির সংকট নিরসন ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের কোন কোন জায়গায় প্লাস্টিকসহ বর্জ্য পড়ে আছে, ড্রোনের মাধ্যমে তা শনাক্ত করা হবে। এ জন্য মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের একটি দল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পথে রওনা দিয়েছে। বুধবার সকাল থেকে দলটি ড্রোনের মাধ্যমে বর্জ্য শনাক্তকরণের কাজ শুরু করবে। এরপর সেন্ট মার্টিনের সুরক্ষায় করণীয় ঠিক করতে দ্বীপের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে বৈঠক করা হবে। ফেব্রুয়ারির ১০ অথবা ১২ তারিখ বর্জ্য অপসারণ শুরু হবে।

এদিকে সেন্ট মার্টিন দ্বীপে পাঁচ দিন ধরে পর্যটক না থাকায় শ্রমজীবী মানুষের ওপর এর মধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। আগে যারা ইজিবাইক-টমটম চালাতেন, তাদের কেউ কেউ বিকল্প আয়ের সন্ধানে নৌকা নিয়ে সাগরে মাছ ধরছেন। কেউ কেউ আহরিত মাছ বালুচরে বাঁশের মাচা বেঁধে শুঁটকি উৎপাদনে নেমেছেন। কেউ পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করছেন। নারীদের কেউ কেউ পাথর ভাঙা, পিঠাপুলি তৈরি ও কৃষিকাজে মনোনিবেশ করছেন।

দ্বীপের পূর্ব পাশের একটি জায়গায় বসে পাথর ভাঙার কাজ করছিলেন মাঝেরপাড়ার ফাতেমা খাতুন। সারা দিন পাথর ভেঙে তিনি আয় করেন ৩০০ টাকা। সে টাকায় চলে সংসার ও অসুস্থ স্বামীর ওষুধ কেনা। স্বামী সব্বির আহমদ (৮০) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছেন। আগে তিনি দ্বীপে তিন চাকার ভ্যান চালাতেন। কম আয় হলেও তার চলে যাচ্ছে। কারণ, এখন পর্যটক নেই। কম টাকায় অন্তত মাছ খাওয়ার সুযোগ পাচ্ছেন।

দ্বীপের পূর্ব পাশের সৈকতে বাঁশের মাচা তুলে সেখানে মাছ শুঁটকি করছিলেন স্থানীয় উত্তরপাড়ার বাসিন্দা কেফায়েত উল্লাহ (৪৫)। মাছ সংকটের কারণে অধিকাংশ মাচা খালি পড়ে আছে। আশপাশে আরো কয়েকজন শুঁটকি উৎপাদনের জন্য মাচা তৈরি করে রেখেছেন।

কেফায়েত উল্লাহ বলেন, ডিসেম্বর-জানুয়ারি মাসে দ্বীপের শতাধিক জেলে সাগরে জাল ফেলে যে মাছ আহরণ করেছেন, তার সবটাই হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা হয়েছে। পর্যটকের চাহিদা পূরণে হোটেল-রেস্তোরাঁর মালিকেরা সেই মাছ চড়া মূল্যে কিনে নিতেন। ওই সময় ১০০ টাকার প্রতি কেজি টুইট্যা ও ফ্লাইং ফিশ বিক্রি হয়েছে ৩০০-৩৫০ টাকায়। তখন সাধারণ মানুষের এত টাকায় মাছ খাওয়ার সাধ্য ছিল না। এখন পর্যটক নেই। কম দামে মাছ খাওয়ার সুযোগ পাচ্ছেন দ্বীপের মানুষ। চাহিদার অতিরিক্ত মাছ ধরা পড়লে তখন শুঁটকি করা হয়। কারণ, কাঁচা মাছ সংরক্ষণের ব্যবস্থা সেখানে নেই।

স্থানীয় ব্যবসায়ী ও মানবাধিকারকর্মী নুর মোহাম্মদ (৫০) বলেন, পর্যটকের সমাগম বন্ধের মধ্যে আগামী সাত-আট মাসে দ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা, খাওয়ার পানির সংকট দূরীকরণ ও অতিদরিদ্র লোকজনের জন্য খাদ্যসহায়তা প্রদান এবং নতুন করে যেন কেউ হোটেল-রিসোর্ট তৈরি করতে না পারেন, সেদিকে পরিবেশ অধিদপ্তর কিংবা সরকারের কঠোর নজরদারি রাখতে হবে। সেন্ট মার্টিনের লোকজনকে পুরোনো পেশায় ফিরিয়ে নেওয়া গেলে অভাব দূর হবে।

সেন্ট মার্টিন দ্বীপ ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বন্ধের সময় বর্জ্য ব্যবস্থাপনাসহ খাওয়ার পানির সরবরাহব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে দ্বীপের লোকজনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দ্বীপে হোটেল-রিসোর্ট আছে ২৩০টি। কোনোটির পরিবেশ ছাড়পত্র নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য...

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহ...

সুদানে সংঘাতে নিহত ৬৫

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘাতে কমপক্ষে ৬৫...

মায়ের চিকিৎসায় ঢাকায় এসে নিখোঁজ সুবা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নি...

ফের প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

প্রায় নয় বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলি...

চূড়ান্ত পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার জয়

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্...

দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই

বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, বিলিয়নেয়ার উদ্যোক্তা,...

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদ...

মেলানিয়া ট্রাম্প ৫৪ বছর বয়সেও কী করে ফিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স...

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হামলা চালিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা