নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮১৮ জন।
রোববার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৫ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন মোট ৬৮০৩ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮৮৪ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৩৮২ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন।
সারদেশে আক্রান্তদের মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৬৯৩ ও ঢাকার বাইরে ১ লাখ ৬৩ হাজার ৮৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩৩৩ জনের মৃত্যু হয়েছে।
এবি/এইচএন