সংগৃহীত
অপরাধ

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, তাহজীব সিদ্দিকীকে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দুইবারের সংসদ সদস্য তাহজীব মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়া নূরে আলম সিদ্দিকীর ছেলে; যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার ছাত্র নেতার একজন, যাদের সে সময় ‘চার খলিফা’ হিসেবে অভিহিত করা হত। মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী ১৯৭০ থেকে ১৯৭২ সাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, পরে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।

তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

এরই ধারাবাহিকতায় এবার তাহজীবের গ্রেপ্তারের খবর দিল র‌্যাব।

র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় করা তিনটি মামলার তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, সাবেক এমপি তাহজীব গত ১৯ আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার তিন নম্বর আসামি, ২৪ আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার দুই নম্বর আসামি এবং ২৭ আগস্টের একটি হত্যা মামলার পাঁচ নম্বর আসামি।

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট হত্যা মামলাটি করেন নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) আসন থেকে তাহজীব আলম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদে আসেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জয়ে ফিরল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে...

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস...

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরে...

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশ...

নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায়

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্ব...

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

শুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন...

প্রবাসীদের পেটাতে বাউন্সার ভাড়া করেছে ইএসকেএল

নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীদের জন্য বাউন্সার ভাড়া করেছে মা...

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা