ঝালকাঠির রাজাপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।
মামলার আসামি সালাম আকন (৫৫) একজন গাছ ব্যবসায়ী। তিনি উপজেলার পশ্চিম ফুলহার গ্রামের মৃত শামসের আকনের ছেলে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা অভিযোগে জানান, তার স্ত্রী আসামি সালামের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। এ কারণে প্রায়ই মায়ের সঙ্গে মেয়ে সালামের বাড়িতে যেত। এই সুযোগে কয়েকদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে সালাম।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আমারবাঙলা/জিজি