চট্টগ্রামের কর্ণফুলীতে জেলেদের মাছধরার জালে আটকে পড়া একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় মাহাবুবুল আলম নামের এক জেলের জালে মর্টার শেলটি আটকে পড়ে।
পরে পুলিশ গিয়ে মর্টারশেলটি তাদের হেফাজতে নেয়। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে।
মাহবুব আলম বলেন, আমি খালে মাছ ধরতে গিয়ে জাল মারার পর কিছু একটা অনুভব করি। পরে পানি থেকে জাল তুলে দেখি লোহা জাতীয় কিছু একটা। স্ক্রাব মনে করে বিক্রির চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়রা এটি চিনতে পেরে পুলিশকে খবর দেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, জেলেদের জালে খাল থেকে উদ্ধার ১২০ মিলিমিটার লম্বা মর্টার শেলটি পুলিশের হেফাজতে রয়েছে, ধারণা করা হচ্ছে এটি সক্রিয়।
তিনি আরো বলেন, বিষয়টি আমরা সেনাবাহিনীকে জানিয়েছি। বুধবার বিশেষজ্ঞ দল এসে সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে।
আমারবাঙলা/এমআরইউ