আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন জনগণের ভোটের সবচেয়ে বড় ডাকাতি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সুপ্রিম কোর্টে তিনি এ কথা বলেছেন।
আগস্টে কারাগারে পাঠানোর পর থেকে প্রথমবারের মতো বৃহস্পতিবার উন্মুক্ত আদালতে ইমরান খানের বক্তব্য শোনা গেলো।
ইমরান খান বলেন, ‘আমার দল নির্যাতিত হচ্ছে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটের সবচেয়ে বড় ডাকাতি।’
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলা রয়েছে। ইমরান এবং তার পাকিস্তান তেহরি-ই-ইনসাফ পার্টি (পিটিআই) দাবি করেছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ক্ষমতায় ফিরে আসাকে ঠেকাতে এগুলো করা হয়েছে।
ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খান সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন জিতেছিল। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাব ছিল। তার প্রতিপক্ষ শেহবাজ শরিফ আরও কয়েকটি দলের সাথে জোট করে সরকার গঠন।
এবি/এইচএন