ছবি-সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জাতীয় নিরাপদ সড়ক দিবস

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আমার বাঙলার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২২ অক্টোবর), ৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ৬ রবিউস সানি ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৪৯৪ - ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।

১৫৯৯ - লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।

১৭৬০ - নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।

১৭৬৪ - বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।

১৭৭৪ - কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

১৭৯২ - ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৩৩ - নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয়।

১৮৬২ - আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।

১৯১৮ - উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।

১৯৩৪ - প্রথমবারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।

১৯৩৫ - হাইতিতে ঘূর্ণিঝড়ে ২ হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।

১৯৩৬ - স্পেন সরকার ফ্রান্কো ফ্যাসিবাদী ব্যক্তিদের চালানো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করেন। ৫৪ টি দেশের প্রায় ৪০ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য এবং প্রগতিশীল ব্যক্তি স্বতঃস্ফুর্তে স্পেনে আসেন।

১৯৫৫ - কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।

১৯৫৬ - ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।

১৯৭৩ - সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরাইল চতুর্থ যুদ্ধের অবসান হয়।

১৯৭৩ -ইসরায়েলের সাথে মিসর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।

১৯৭৫ - যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।

১৯৭৮ - তৎকালীন চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পর দিনে টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯৮০ - ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৮১ - রাষ্ট্রপতি জিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

১৯৯৩ - রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।

১৯৯৫ - জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।

জন্মদিন:

১৫১১ - এরাসমুস রাইনহোল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৮১১ - ফ্রান্‌ৎস লিস্ট, ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ। (মৃ. ১৮৮৬)

১৮১৮ - লিকন্টে ডি লিসলে, ফরাসি কবি ও লেখক।

১৮৭০ - ইভান বুনিন, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি। (মৃ.০৮/১১/১৯৫৩)

১৮৮১ - ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

১৮৮৭ - জন রিড, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা।

১৯০০ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (মৃ.১৯/১২/১৯২৭)

১৯০১ - মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী, প্রখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক।

১৯০৩ - জর্জ ওয়েলস বিডেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

১৯১৯ - ডোরিস লেসিং, নোবেল পুরস্কার বিজয়ী ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৯৩৮ - ডেরেক জ্যাকবির, ইংরেজ অভিনেতা ও পরিচালক।

১৯৪৪ - খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।

১৯৪৭ - দীপক চোপড়া, ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।

১৯৪৮ - ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক। (মৃ. ২৭/০৭/২০২১)

১৯৫০ - ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।

১৯৫১ - বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব। (মৃ.২০২১)

১৯৫২ - জুলি ড্যাশ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৬ - ভ্যালেরিয়া গলিনো, ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৭০ - উইনস্টন বগারডে, ডাচ ফুটবলার।

১৯৮৫ - হাদিসে, তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।

১৯৮৮ - পরিনীতি চোপড়া, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যুবার্ষিকী:

০৭১৬ - সুলায়মান, দামেস্কের সুলতান।

০৭৪১ - চার্লস মার্টেল, প্রাচীন রাজা।

০৭৬২ - লি পাই আনহুইয়ের তাংথুতে, চীনের থাং রাজবংশের কবি।

১৩৫৬ - আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, ইরানের ইসলামী বিপ্লবের মরহুম ইমাম খোমেনী ’র বড় পুত্র।

১৯০৬ - পল সেজাঁ, ফরাসি চিত্রশিল্পী।

১৯২২ - খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদার। (জ.১৮৫১)

১৯২৮ - অ্যান্ড্রু ফিশার, স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।

১৯৫৪ - জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি। (জ.১৭/০২/১৮৯৯)

১৯৬৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।

১৯৭৫ - আর্নল্ড টয়েনবী, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।

১৯৮৬ - আলবার্ট সযেন্ট গ্যরগ্যি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী।

১৯৮৬ - ইয়ে চিয়ান ইং, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

১৯৮৯ - মৌয়াদ রেনে, লেবাননের রাষ্ট্রপতি।

১৯৯২ - ক্লেয়াভন লিটল, আমেরিকান অভিনেতা ও গায়ক।

২০০২ -বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। (জ.১০/০১/১৯০৮)

২০০৫ - অজিতকুমার ঘোষ, প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক। (জ.০১/০১/১৯১৯)

২০০৭ - ইভ কুরি, ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।

২০১২ - মাইক মরিস, ইংরেজ সাংবাদিক।

২০১৩ - ইয়ান্বারি কাযামা, জাপানি চিত্রকর।

দিবস:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ (বাংলাদেশ)

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবার সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতি বছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয় এবং প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে এ দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে।

আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস

ক্যাপস্‌ লক ডে

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে অসুস্থ ৪০

ঝিনাইদহের কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ...

পদ্মায় নিখোঁজ এএসআইয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ও...

দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ম...

সরকারের ভুল হলে প্রকাশ করে দেন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভুল বা দুর্...

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিক...

জাবিতে শিবিরের আত্মপ্রকাশ: মধ্যরাতেই বিক্ষোভ প্রকাশ প্রগতিশীল শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব দলের অংশগ্রহণে সুস্...

নির্বাচিত সরকার হটিয়ে বাংলাদেশে ধর্মীয় উগ্র নৈরাজ্য চলছে

নির্বাচিত সরকারকে ধর্মীয় উগ্রবাদিদের সহায়তায় মে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়...

বাংলাদেশ স্কাউটস সংস্কারে মহামান্য রাষ্ট্রপতি মনোনীত এডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গতিশীল ও বেগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা