বিনোদন

ছোট পোশাক পরতে রাজি না হওয়ায় নায়িকাকে হুমকি

বিনোদন ডেস্ক

পাঁচ দশক ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াহিদা রেহমান। ষাট থেকে সত্তরের দশকে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় সেই অভিনেত্রীকে নাকি এক পরিচালক হুমকি দিয়েছিলেন। কারণ, পরিচালকের প্রস্তাব মেনে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরতে রাজি হননি তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৫৫ সালে ‘রোজুলু মারায়ি’ নামের তেলেগু ছবির হাত ধরে অভিনয় শুরু ওয়াহিদার। নির্মাতা গুরু দত্তের জন্য রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। পঞ্চাশের দশকে গুরু দত্তের পরিচালনায় ‘প্যাসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অউর গুলাম’ ছবিতে অভিনয় করে বলিপাড়ায় পরিচিতি গড়ে তোলেন ওয়াহিদা। তবে ক্যারিয়ারের গোড়াতেই পরিচালকের রোষের মুখে পড়েছিলেন নায়িকা। এমনকি ওয়াহিদার ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যেতে পারে, সেই ভয় দেখিয়ে তাকে হুমকিও দিয়েছিলেন পরিচালক।

১৯৫৮ সালে রাজ খোসলার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোলওয়া সাল’ নামের হিন্দি একটি ছবি। সেই ছবিতে ওয়াহিদার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেব আনন্দকে। সেই সময় ইন্ডাস্ট্রিতে দেব আনন্দ নামকরা অভিনেতা। ওয়াহিদা তখন নবাগতা। শোনা যায়, ‘সোলওয়া সাল’ ছবির একটি দৃশ্যে ওয়াহিদাকে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন ছবির পরিচালক রাজ। কিন্তু পরিচালকের সেই প্রস্তাবে নাকি রাজি হননি ওয়াহিদা।

ওয়াহিদা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘সোলওয়া সাল’ ছবিতে তার চরিত্র ছিল লাজুক স্বভাবের। চরিত্রের নামও ছিল লাজবন্তী। কিন্তু, পরিচালক ছবিতে এমন একটি দৃশ্য রেখেছিলেন, যেখানে জলে পড়ে গিয়ে লাজবন্তী ভিজে যায়। ভেজা পোশাক ছেড়ে ওয়াহিদাকে চিত্রনাট্যের প্রয়োজনে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন রাজ।

পরিচালকের প্রস্তাব শুনে রাজি হননি ওয়াহিদা। স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরতে আপত্তি জানান তিনি। নায়িকার কথা শুনে খেপে গিয়েছিলেন রাজ। শুটিং বন্ধ করে সবাইকে বাড়ি চলে যেতে বলেছিলেন তিনি। ওয়াহিদা ও রাজের মতবিরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেব আনন্দ। কিন্তু, প্রথমে কিছু বলেননি তিনি। পরিচালক নাকি প্রথমে ওয়াহিদাকে জানিয়েছিলেন যে, তিনি যে ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা পরেই দৃশ্যে অভিনয় করতে পারেন।

ওয়াহিদা তার ইচ্ছেমতো সাদামাটা একটি পোশাক পরে সেটে গিয়েছিলেন। তা দেখে রেগে চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন রাজ। ওয়াহিদার উদ্দেশে রাজ বলেছিলেন, ‘তুমি সবেমাত্র দু-তিনটি ছবিতে অভিনয় করেছ, এখন থেকেই এত বায়না! এভাবে চলতে থাকলে তুমি কীভাবে কাজ পাও, তা দেখবো আমি।’ ওয়াহিদার প্রতি পরিচালককে ক্ষুব্ধ হতে দেখে মুখ খুলেছিলেন দেব আনন্দ। ক্রু সদস্যদের মধ্যে শুধু দেব আনন্দই নায়িকার ইচ্ছাকে সমর্থন করেছিলেন বলে জানিয়েছিলেন ওয়াহিদা।

দেব আনন্দ নাকি রাজকে গিয়ে বলেছিলেন, ‘ওয়াহিদা তো ঠিক কথাই বলছেন। তার চরিত্রের নাম লাজবন্তী। ও রকম লাজুক স্বভাবের মেয়ে কীভাবে এতো ছোট পোশাক পরতে পারে? চরিত্রের সঙ্গে তো এমন পোশাক খাপ খায় না।’ ওয়াহিদার ওপর চোটপাট করলেও দেব আনন্দের কথা শুনে চুপ করে গিয়েছিলেন রাজ। এমনকি অভিনেতার বিরুদ্ধে গিয়ে কোনো কথাও বলেননি তিনি। শেষ পর্যন্ত ওয়াহিদা তার মনের মতো পোশাক পরেই সেই নির্দিষ্ট দৃশ্যে অভিনয় করেছিলেন।

‘সোলওয়া সাল’ ছবিটি মুক্তির পর দর্শকমহলে প্রশংসা পায়। তারপর ‘গাইড’, ‘প্রেম পূজারি’, ‘কালা বাজার’ নামের একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ওয়াহিদা ও দেব আনন্দকে। দেব আনন্দ প্রসঙ্গে ওয়াহিদা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেব আনন্দ আমার পাশে দাঁড়িয়েছিলেন দেখে আমি খুব আশ্বস্ত বোধ করেছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মনে গেঁথে গিয়েছিল যে আমার জীবনের যাবতীয় সমস্যার সমাধান দেব আনন্দের কাছে রয়েছে। তাই কোনো সমস্যায় পড়লে তার কাছে যাওয়া যাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএনসিসি প্রশাসকের গণশুনানিতে দু’পক্ষের মারামারি

হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাস...

মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বললো ভারত 

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করতে বাংলাদেশ...

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার যুবক ইউক্রেনের হামলায় নিহত

সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং পরিবারের অভাব ঘোচাতে রাশিয়...

ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির ত...

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান...

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্র...

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান...

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; চিকিৎসক মাত্র চার জন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে...

ফেনীতে ড্যাবের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফেনী শাখার আয়োজনে শুক্রবার...

মুকেশ ধীরুভাই আম্বানি

মুকেশ ধীরুভাই আম্বানি যিনি আম্বানি নামেই বেশি পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা