চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ইনজুরির ধাক্কা লেগেছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে খেলতে পারবেন না টুর্নামেন্টে। ইনজুরিতে আসর শেষ জজ হ্যাজলউডেরও।
মিশেল মার্শ আগেই ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মার্কোস স্টইনিস। এতো সব দুঃসংবাদের ভীড়ে আরো এক ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ পেসার মিশেল স্টার্ক।
স্টিভ স্মিথকে অধিনায়ক করে সিএ’র নির্বাচক জর্জ বেইলি বুধবার (১২ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছেন। নতুন চেহারার পেস বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার শেন অ্যাবট, নাথান এলিস ও অ্যারন হার্ডি এবং বাঁ-হাতি পেসার বেন ডারসুইচ ও স্পেন্সার জনসন।
এছাড়া দুই স্পিন অলরাউন্ডার ও দুই বিশেষজ্ঞ স্পিনার আছেন অস্ট্রেলিয়ার দলে। অলরাউন্ডার হলেন- গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শট। লেগ স্পিনার হলেন অ্যাডাম জাম্পা ও তানভির শাংহা। ব্যাটিং আক্রমণে ট্রাভিস হেডের সঙ্গে ফ্রেশার ম্যাকগার্ক, মার্নাস লাবুশানে, জস ইংগলিস ও অ্যালেক্স কেরি।
দল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচন বেইলি বলেন, ‘আমরা স্টার্কের সিদ্ধান্তের সম্মান জানাই। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে তিনি না থাকায় অন্যের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে।’
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল: স্টিথ স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডারসুইচ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইংগলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির শাংহা, ম্যাথু শট, অ্যাডাম জাম্পা।
আমারবাঙলা/জিজি