ফেনীর সোনাগাজীতে দাবীকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা লাগিয়ে দিয়ে ব্যবসায়ীকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোডের শরীফ ম্যানশনের নীচতলায় দীর্ঘদিন পর্যন্ত অভি ক্রোকারিজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন রানা।
গত কয়েকমাস আগে থেকে মালিকপক্ষ কোন কারণ ছাড়াই ব্যবসায়ী রানাকে দোকান ছাড়তে চাপ সৃষ্টি করে এবং বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে তাকে ও তার পরিবারকে অব্যহত হুমকি দিতে থাকে।
সোমবার সকালে বিএনপি নেতা আলমগীর ও তার সন্ত্রাসী বাহিনী এসে দোকানে থাকা কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়।
ব্যবসায়ী রানা জানান, আমি ব্যক্তিগত কাজে সোনাগাজীর বাহিরে আছি। আমার মালিকপক্ষের সাথে আমার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। সে অনুযায়ী ভাড়া ও আনুষঙ্গিক বিষয় নির্ধারীত সময়ের মধ্যে আমি পরিশোধ করে আসছি। এর মধ্যে বিএনপি নেতা সন্ত্রাসী আলমগীর আমাকে জানায়, এখানে দোকান করতে হলে তাকে ২ লক্ষ টাকা বখশিশ দিতে হবে অন্যথায় দোকান ছেড়ে দিতে হবে। আমি অস্বীকৃতি জানালে আমার দোকান বন্ধ করে দেওয়াসহ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় আলমগীর। আমার অবর্তমানে আমার দোকানের কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে আমার দোকানে তালা লাগিয়ে দিয়েছে বিএনপির চিহ্নিত চাঁদাবাজ আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা। আমি বনিক সমিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের নিকট সহযোগিতা কামনা করছি আমার দোকান খুলে দিতে।
বিষয়টি জানতে বিএনপি নেতা আলমগীরকে তার মুঠোফোনে কল দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ওসি বায়োজিদ আকন বলেন, ফেসবুকে দেখে খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমারবাঙলা/ইউকে