নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে ৭ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চন্দনাইশ থেকে সিএনজি করে ফটিকছড়ি যাবার পথে হাটহাজারীস্হ মীর্জাপুর ছড়িয়া মদিনা মসজিদের সামনে বিপরীতমুখী বাসের মুখোমুখী সংঘর্যে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্হলে চন্দনাইশের জোয়ানরা ইউনিয়নের হিন্দু পাড়া দুলাল মাষ্টার বাড়ির রীতা (৪০), বাপ্পা (৩২), বিপ্লব (২৭), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)নিহত হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এবি/এইচএন