ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) যুদ্ধবিরতি কার্যকর হয় বলে চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে।
এদিকে যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে, তার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল।
রবিবার সকালে ইসরায়েলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দলে দলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়ি ফিরতে শুরু করেছেন। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কিছুটা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার তথ্য জানান।
মুখপাত্র জানান, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের কাছে তিন জিম্মিকে তুলে দেওয়া হবে। তারা তিনজনই ইসরায়েলি নাগরিক।
তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আমরা তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা হলেন রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন স্টেইনব্রিচার (৩১)।
এদিকে ইসরায়েল সরকারের দাপ্তরিক এক্স একাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র নয় মাস। আর সবচেয়ে বেশি ৮৬ বছর বয়স শলমো মানজুরের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রবিবার সকালে তিন ঘণ্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দেয়।
শনিবার (১৮ জানুয়ারি) ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।
চুক্তি অনুযায়ী, গাজায় স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা কয়েক ঘণ্টা বিলম্বের পর কার্যকর হয়।
যুদ্ধবিরতির পরই পদত্যাগ করলেন ইসরায়েলের তিন মন্ত্রী
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং তার দলের আরো দুই মন্ত্রী- আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তারা পদত্যাগ করেন। এখন বেন-গাভিরের ওটজমা ইহুদিত পার্টি আর ক্ষমতাসীন জোটের অংশ না।
তবে দলটি নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না বলে জানিয়েছে। এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছে দলটি।
এদিকে, তারা পদত্যাগ করলেও ইসরায়েলের পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে শনিবার বেন-গাভির বলেছিলেন, আমি পদত্যাগ করব, কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে।
তিনি বলেছিলেন, এই চুক্তি গাজা-মিসর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেয়। এই সাফল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল।
বেন-গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি।
বাড়ির পথে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি
হাজারো বাস্তুচ্যুত গাজাবাসী তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। বিবিসির প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী মানুষের দীর্ঘ লাইন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেছেন গাজার মানুষ। প্রকাশিত ছবিতে গাড়ির একটি বহরও দেখা যায়, গাড়িগুলো লোকজনে ভরা। কিছু গাড়িতে তরুণ ও যুবকদের আনন্দে স্লোগান দিতে দেখা যায়। কোনো কোনো গাড়িতে ফিলিস্তিনি পতাকা হাতে ধওে রাখেন বাড়ি ফিরতে যাওয়া মানুষজন।
গাজায় পৌঁছেছে প্রথম ত্রাণবাহী ট্রাকের বহর
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম দফায় ত্রাণবাহী কয়েকটি ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রবিবার মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করেছে।
জাতিসংঘের দাতব্য কর্মকর্তা ও ফিলিস্তিনে নিযুক্ত ওসিএইচএর অন্তর্বর্তী প্রধান জোনাথন হুইটাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক মিনিট পরই ত্রাণবাহী প্রথম ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করে।
তিনি বলেন, গত কয়েকদিন গাজা উপত্যকাজুড়ে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য অংশীদাররা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ত্রাণবাহী ট্রাকের বহর গাজার কোথায় প্রবেশ করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি জাতিসংঘ। তবে নাম প্রকাশ না করার শর্তে মিসরের একটি সূত্র বলেছে, গাজার মধ্যাঞ্চলীয় কেরাম শালোম এবং আল-ওগায় অন্তত ১৯৭টি ত্রাণবাহী ট্রাক ও জ্বালানিবাহী পাঁচটি ট্রাক প্রবেশ করেছে।
এদিকে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে। তিন ধাপে কার্যকর করার কথা রয়েছে এ চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে ৪২ দিনের।
গাজার এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় এক হাজার ২০০ জনের বেশি নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় ২৫০ জনের বেশি মানুষকে। তাদের মধ্যে অনেককে মুক্তি দিয়েছে হামাস।
হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের হিসাবে, এই হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।
আমারবাঙলা/এমআরইউ