গাইবান্ধা জেলা প্রতিনিধি: চলতি আমন মৌসুমে গাইবান্ধায় প্রায় ১৪ হাজার মেট্রিকটন চাল ও ধান ক্রয় করবে সরকার। এর মধ্যে ৯৩৮৫ মেট্রিকটন চাল ও ৪৪৬৮ মেট্রিকটন ধান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এ দিন সকালে গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গাইবান্ধার সাত উপজেলায় ১ লক্ষ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এ জেলায় ৩ লক্ষ ৮০ হাজার ৭৮ টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান বলেন, জেলায় ১১টি খাদ্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৯৩৮৫ মেট্রিকটন চাল ও ৪৪৬৮ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবি/এইচএন