গজারিয়ায় আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
নিহত যুবক রুহুল আমিনের মেয়ের জামাই মো: বিপ্লব (৩২)। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।
গত (১৫ জানুয়ারী) বুধবার দিবাগত রাত ১২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামের আম বাগান থেকে এ-ই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক ঢাকার রাজধানীর নতুনবাজার এলাকার আক্তার হোসেনের ছেলে মো: বিপ্লব (৩২)।
স্থানীয়দের মাধ্যমে জানা যায় , প্রায় ১০ বছর আগে ঢাকার রাজধানীর নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে বিপ্লবের সাথে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। দীর্ঘ এই দশ বছরের সংসার জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিপ্লব ঢাকায় একটি লন্ড্রি দোকানে চাকরি করত। বিয়ের পর প্রথম দুই বছর রাবেয়া স্বামীর সাথে ঢাকাতে থাকলেও বিপ্লবের চাকরি চলে যাওয়ায় আর্থিক অভাব অনটনের কারণে গত আট বছর ধরে সে তার বাবার বাড়ি নতুন বলাকী গ্রামে বসবাস করছিল। বিপ্লব নেশাসক্ত ছিল সে কাজ করতে চাইতো না। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
নিহতের স্ত্রী রায়েরা আক্তার বলেন, দীর্ঘ আট বছর ধরে সে ঢাকাতে থাকে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। সে কাজ করতে চাইতো না, সংসারের কোন দায়িত্ব কর্তব্য সে পালন করতে চাইতো না। কিছুদিন আগে আমরা তাকে গজারিয়ার একটি কারখানায় কাজ ঠিক করে দেই। সেখানেও সে অনিয়মিত ছিল। গত ১৫-১৬ দিন আগে কাউকে না জানিয়ে সে চাকরি ছেড়ে ঢাকা চলে যায়। গতকাল রাতে গজারিয়াতে ছিল তা আমরা জানতাম না। রাত সাড়ে বারোটার দিকে খবর পেলাম আম বাগানে তার লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি প্রাথমিকভাবে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি নিহত যুবক নেশাসক্ত ছিল।
আমার বাঙলা/ ইউকে