সারাদেশ

খাগড়াছড়িতে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে ৫ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতের প্রভাবে হাসপাতালে চাপ বেড়েছে।

প্রতিদিন বয়স্ক ও শিশু রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে নিউমোনিয়া,জ্বর ,ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫জন শিশু।বর্তমানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু। এ ছাড়া বহির্বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৩৮৫জন শিশু। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে রোগীরা। ভীড় বাড়ছে বহির্বিভাগ ও অর্ন্তবিভাগে। আক্রান্তদের বেশিরভাই শিশু। ধারণ ক্ষমতার চার গুণ বেশি হওয়ায় হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা। আক্রান্তদের মধ্যে বয়স্কদের তুলনায় শিশুরাই বেশি।

বেশিরভাগ শিশুর বয়স দুই থেকে আট মাস। জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে গিয়ে যায়, হাসপাতালের বারান্দাতেও রোগীদের চিকিৎসা চলছে। শিশু ওযার্ডের শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে বারান্দায় চিকিৎসা সেবা দিতে হচ্ছে। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। ১৫ শয্যা বিশিষ্ট শিশু ওযার্ডে ভর্তি হয়েছে অন্তত অর্ধ শতাধিক শিশু। প্রতিদিন বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছেন কযেকশ রোগী। জেলা শহর ও শহরতলীর আশপাশ ছাড়াও পাশের উপজেলা থেকে এসে ঠান্ডজনিত সমস্যায় সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশু রোগীরা।

জেলা সদরের কুমিল্লা টিলা এলাকার আব্দুল জলিল জানান, ছেলেকে নিয়ে সকালে হাসপাতালে ডাক্তার দেখাতে আসলাম। কিন্তু ডাক্তারের সিরিয়াল অনেক লম্বা। ছেলের দুই দিন ধরে নাক দিয়ে পানি পরছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার পর এখন বাচ্চাকে সদর হাসপাতালে নিয়ে এসেছি। এখনো ভর্তি করাইনি। ছেলের প্রচন্ড জ্বর।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু পরিবর্তনের জন্য ঠান্ডা জনিত রোগ বাড়ছে। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নির্ধারিত সংখ্যার চাইতেও বেশি রোগীর ভীড় থাকায় সেবা দিতে হিমশিম অবস্থা। আক্রান্তের সংখ্যা শিশুরা সবেচেয়ে বেশি। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতন ও পরিচর্যা এবং বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যার হলেও গড়ে প্রতিদিন দেড়শ’র বেশি রোগী ভর্তি থাকছে। এরমধ্যে শিশু ওয়ার্ডে গড়ে দ্বিগুনেরও বেশি রোগী ভর্তি থাকছে। ঠান্ডাজনিত অন্যান্য রোগের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে হাসপাতালে মারা গেছে ৫ জন শিশু। তাদের মধ্যে ২ জন ছিলো নিউমোনিয়া রোগী। আক্রান্ত ৩৮৫ শিশু। তিনি বলেন, শিশুদের ঠান্ডাজনিত রোগে অবহলো না করে দ্রুত চিকিৎসকের শরণান্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ঝুঁকি অনেকটা কমবে। শিশুদের এ ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের বুকের দুধ খাওয়ানোর বেশি গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল কাগজে-কলমে ২৫০ শয্যার হাসপাতাল হলেও সে অনুপাতে জনবল ও বেড সংখ্যা কম। জেলা সদর হাসপাতালে বেড সংখ্যা ও চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে সচেতন নাগরিকরা দাবি জানিয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা