আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩২৬ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সবসময় যেভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা ও জনকল্যাণে কাজ করে আসছে। একই ভাবে ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে। যেকোন প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার কল্যাণে জনগণের পাশে এসে দাড়ায়।
তাই যেকোন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের প্রতিটি সদস্য নিরলসভাবে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে প্রধান অতিথি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩২৬টি পরিবারকে ৬ হাজার টাকা হারে নগদ এ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা ও কল্যাণ মিত্র বড়ুয়া,গণমাধ্যমকর্মী, উপকারভোগী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য প্রমূখ।
এবি/এইচএন