লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপির সাগরদী এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে এস কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল স্যার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আলী হায়দার পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, আনোয়ার হোসেন, রায়পুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। শিক্ষকদের পাশাপাশি বাচ্চাদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকরা নিয়মিত শিক্ষকদের অবহিত করা জরুরি।
এসময় অতিথিরা আরও বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হাসেম পাটওয়ারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের জন্য। তার কৌশলী ও যোগ্য পরিচালনায় বিদ্যালয়টি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
আমার বাঙলা/ উইকে