সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় শোবার ঘরে ঝুলছিল নারী পুলিশ সদস্যের লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কমলাপুর এলাকায় ভাড়া বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল এক নারী পুলিশ সদস্যের লাশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

লাশ উদ্ধার হওয়া নারীর নাম রুবিনা খাতুন (২৮)। তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশে কর্মরত ছিলেন। রুবিনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আবদুল শেখের মেয়ে। তার স্বামীর নাম আলাল শেখ (৩০)। তিনি একই উপজেলার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের কমলাপুর এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রুবিনা খাতুন। ২০১৩ সালে তিনি পুলিশে যোগদান করেন। এরপর কুষ্টিয়ার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ আড়াই বছর ধরে কুষ্টিয়া আদালত পুলিশে কর্মরত ছিলেন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে দুই ছেলেমেয়ে নানা বাড়িতে বেড়াতে যায়। আর স্বামী-স্ত্রী দুজনে বাসাতেই ছিলেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস্ ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রুবিনা খাতুন শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। আলাল শেখ মনে করেন তার স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন। এদিকে মোবাইল ফোনে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা রুবিনার পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান। ওই প্রতিবেশী এসে আলাল শেখকে সহকর্মীদের ফোন করার বিষয়টি জানান। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে সহকর্মীরা তার বাসায় যান। দরজা ধাক্কাধাক্কি করেই কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রুবিনার লাশ ঝুলে আছে।

পুলিশ জানায়, বুধবার সকালে রুবিনার সঙ্গে তাঁর স্বামীর রান্না নিয়ে ঝগড়া লাগে। এরপরই শোবার ঘরে ঢুকে রুবিনা দরজা বন্ধ করে দেন। তার স্বামী কোনো কাজ করেন না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভ...

কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

দীর্ঘ ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে ন...

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্ত ছাড়া বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্...

কনস্টাসকে কোহলির ধাক্কার ঘটনায় তোলপাড়

ঘটনা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এমসিজি টেস্টের প্রথ...

৭০০ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে শিশু, উদ্ধারে তৎপরতা

ভারতের রাজস্থানে কুয়ায় পড়ে যাওয়ার ৬০ ঘণ্টা পার হলে...

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নে...

ফায়ার ফাইটার নয়নের শোকে স্তব্ধ মা-বাবা

বাংলাদেশ সচিবালয়ের সামনে বুধবার (২৫ ডিসেম্বর) লাগা আগুন নির্বাপণের কাজের সময়...

রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে “জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে রক্ত স্নাত বাংলাদেশে খুনি-লুটেরাদে...

উপসচিব থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য...

সচিবালয়ের আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা