কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের উপহারে এতিম শিশুদের ঈদের খুশি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নূর মোহাম্মদের বয়স যখন তিন মাস তখন তার বাবা মারা যায়। অসহায় মা নূর মোহাম্মদ এবং তার বড় ভাইকে নিয়ে পড়েন বিপাকে। ছোট সন্তান নূর মোহাম্মদকে দিয়ে দেয়া হয় এতিমখানায়। নূরের বয়স এখন দশ। পড়ছে হেফজখানার নাজেরা ক্লাসে।

পাঁচ বছর আগে বাবা মারা যায় তরিকুল ইসলামের। তখন তার বয়স চার বছর। দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার যখন আর চলছিল না, তখন মা তরিকুলকে দিয়ে দেন এতিমখানায়। তিন বছর ধরে তরিকুল বেড়ে উঠছে এই এতিমখানায়। তরিকুল এখন নুরানী ক্লাসে পড়ছে।

নূর কিংবা তরিকুল। বাবা ছাড়া এতিমখানায় প্রতি বছর তাদের ঈদ কাটে অসম্পূর্ণভাবে। দানে চলা এতিমখানায় ঈদে তাদের জন্য জুটে না নতুন কাপড়।

এরকম পঞ্চাশ জন এতিম শিশুকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এবার ঈদ উপলক্ষে দিয়েছে নতুন জামা কাপড়। শনিবার (২২ মার্চ) জেলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এনে এতিমদের ইফতার করানো হয়। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় দর্জি ঘর থেকে বানানো নতুন পায়জামা পাঞ্জাবি। এতিমখানায় থাকা শিশুরা মায়ের আঁচল থেকেও বঞ্চিত। তাদের হাত মুখ শরীর মোছার জন্য পায়জামা পাঞ্জাবির সাথে দেয়া হয়েছে একটি করে দামি গামছাও।

'এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদ উপহার বিনিময়' নামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সহ-সভাপতি আলী রেজা সুমন, সহযোগী সদস্য একেএম শরাফ উদ্দিন খান রায়হান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, 'এতিম শিশুরা আমাদেরই সন্তান। তাদের যত্ন নেয়া, তাদের সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। সাংবাদিকতার পাশাপাশি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা আজকে যে আয়োজন করেছে, এটা সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

উপহার পেয়ে ছোট্ট শিশু নাদিম (৭) বলে, 'এমুন সুন্দর হোটেলে আয়া আমি জীবনেও খাইছি না। তুলতুলা চেয়ারে বইছি। আমারে নতুন জামা কাপড় দিছে। আমার চোখ দিয়া পানি আয়া গেছে।'

ছোট্ট এতিম শিশু মাহীন বলে, ' মজা কইরা খাইছি, নতুন পোশাক পাইছি। আমার অনেক ভাল্লাগতাছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে : মোশারফ

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন...

মুক্তিপণের টাকাসহ ধরা খেল রাজশাহীর ডিবি দল

বগুড়ার নন্দীগ্রামে অপহরণের পর মুক্তিপণের টাকা নিয়ে পালানোর সময় হাইওয়ে পুলিশের...

স্বাধীনতা দিবসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে সমুন্নত রেখে দেশ গঠনের প্রত্যাশা মুক্তিজোটের

মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরু...

সংস্কৃতিজন সনজীদা খাতুনকে বুধবার ছায়ানটে শ্রদ্ধা নিবেদন 

সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ছায়া...

বগুড়ায় নববধূকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক কারাগারে 

বগুড়ার ধুনট উপজেলায় আবাদি মাঠে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় এক নববধূকে ধর্ষণ চেষ্ট...

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজন...

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে স...

স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধে নিহত আশিক হত্যাকারীর গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায়...

র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার দিলো তারেক রহমান

র‌্যাবের ক্রস ফায়ারে নিহত নীলফামারীর যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারকে...

গণমাধ্যম, আগামী ও আমরা

গণমাধ্যম আগামী দেখায়। বর্তমানকে তুলে আনে; এক সময় ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা