সংগৃহীত
খেলা

কাতালান ডার্বিতে বার্সার সহজ জয় 

ক্রীড়া ডেস্ক

মাঠে তখনো নামেনি বার্সেলোনা। এর আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে ছিল দলটি। পরে কাতালান ডার্বিতে (নগর প্রতিদ্বন্দ্বী) এস্পানিওলের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে শীর্ষস্থান আরো মজবুত করে নিলো বার্সা।

১২ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৩৩। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ২৪।

রবিবার (৩ নভেম্বর) রাতে ঘরের মাঠে বার্সার হয়ে জোড়া গোল করেন দানি ওলমো। বার্সার জার্সিতে এবারই প্রথম একাধিক গোল করলেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বার্সার ৫ ম্যাচে এ নিয়ে ৫ গোল করলেন তিনি। বাকি এক গোল করেন রাফিনহা।

উড়তে থাকা বার্সেলোনার জন্য অক্টোবর ছিল বড় পরীক্ষার মাস। বড় দলগুলোর বিপক্ষে হ্যান্সি ফ্লিকের দল কেমন করে, সেটিই দেখার অপেক্ষায় ছিল অনেকে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সাকে নিয়ে সংশয় ছিল না খুব একটা। এরপরেও কাতালান ডার্বির মাহাত্ম্যটা ছিল আলাদা।

প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরেছেন। অন্যবার লক্ষ্যে বল রাখলেও তা তুলে দিয়েছেন গোলরক্ষকের হাতে। লামিনে ইয়ামালের দূরপাল্লার শট ঠেকিয়ে এস্পানিওলকে প্রাথমিকভাবে বাঁচিয়ে দেন গার্সিয়া।

এসবই ছিল প্রথম ১২ মিনিটের আগে। এরপরের বার্সা পিকচার পারফেক্ট। এদিন বার্সার গোল তিনটিই এসেছে প্রথমার্ধে। ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। বার্সেলোনার নতুন সেনসেশন লামিনে ইয়ামাল অবদান রেখেছেন এই গোলে। তার দারুণ এক ট্রিভেলা পাসে পা ছুঁইয়ে গোল করেন দানি ওলমো।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। মার্ক কাসাদোর জোগান দেওয়া বলে এসপানিওলের আগুয়ান গোলরক্ষকে ফাঁকি দিয়ে বার্সাকে দ্বিতীয় গোলটি এনে দেন রাফিনহা। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনহার এটি ১১ তম গোল।

৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। বার্সা তৃতীয় গোলটি পাওয়ার আগেই দলটি জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি এস্পানিওল। তবে এরমাঝে বার্সা নষ্ট করেছে একাধিক সুযোগ। ৬৩ মিনিটে পুজাভি পুয়াদোর গোলের আগে-পরে আরও দুবার বার্সার জালে বল পাঠিয়েছিল এস্পানিওল।

তবে এখানেও খেল দেখিয়েছে হ্যান্সি ফ্লিকের হাই লাইন অব ডিফেন্স। অফসাইডের কারণে গোল পাওয়া হয়নি এস্পানিওলের। ম্যাচের যোগ করা সময়ে বার্সারও একটি গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়ার দূতাবাসে আটকে আছে মনিকার যোগদান

পররাষ্ট্র মন্ত্রনালয়ের আদেশের পরও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে যোগ দিতে পারছে...

গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন গান বাংলার প্...

৬ মাসে বিদেশ গেছেন ৫ লাখের বেশি কর্মী

সাধারণ ও শিল্প শ্রমে অভিবাসী বেশি, দক্ষ কর...

ট্রাম্প না কমলা, কে হাসবেন বিজয়ের হাসি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখন ঘণ্টার গণনায় পড়েছে। এ নির্বাচনকে নিয়ে...

ইরানের সেই তরুণী গ্রেপ্তারের পর কোথায় আছেন অজানা!

হিজাব ঠিকমতো পরা হয়নি বলে ইরনের নিরাপত্তা বাহিনীর হাতে হেনস্তার শিকার হয়েছিলে...

গুম কমিশনে ১৬০০ অভিযোগ জমা

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনে এ...

সাপ পথ চলতে আঁকাবাঁকা হয় কেন?

সাপ হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী এক প্রকার সরীসৃপ। সোজা ও লম্বাটে ধূর্ত...

দুর্লভ তৈজসপত্রের ‘শাহজাহান সংগ্রহশালা’ 

যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারের সাইকেল মেকা...

অনেক দেশে সেনাবাহিনী নেই, নিরাপত্তা রক্ষা কীভাবে?

একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবা...

ঢাবির ভর্তি কার্যক্রম শুরু, থাকছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা 

প্রতি বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫...

লাইফস্টাইল
বিনোদন
খেলা