প্রতিনিধি
সারাদেশ

কাজ সমান করলেও বেতন অর্ধেক

রাজবাড়ী প্রতিনিধি

কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অংশ গ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কৃষি ক্ষেত্রে নারী শ্রমিকের অংশ গ্রহণ অনেক বেড়েছে। তবে পুরুষের তুলনায় নারীর মজুরী বৈষম্য অন্য কর্মক্ষেত্রের তুলনায় কৃষি কাজে অনেক বেশি। কৃষি ক্ষেত্রে কাজ সমান করলেও নারীর মজুরী পুরুষের তুলনায় অর্ধেক।

রাজবাড়ীতে বর্তমানে ফসলের মাঠে পুরুষের সাথে নারী শ্রমিক অনেক বেশি দেখা যায়। পেঁয়াজের চারা রোপণ, ধানের চারা রোপণ, ফসলের ক্ষেত নিড়ানো, কুপানোসহ সব ধরনের কাজ নারী শ্রমিক করে থাকে মাঠে। এসব কাজ নারী শ্রমিক পুরুষের সমান করলেও মজুরী পান অর্ধেক। এসব নিয়ে অনেক নারী শ্রমিকদের মাঝে।

সরোজমিনে দেখা যায়, জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলে মুড়ি পেঁয়াজ রোপন, বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত নিড়ানোসহ নানা কাজ পুরুষের সাথে নারী শ্রমিকরা করছে। দল বেধে এসব নারী শ্রমিকরা কোদাল দিয়ে ক্ষেতের মাটি আলগা করছে। কোন ক্ষেতে আগাছা পরিস্কার করছে। আবার সবজির চারা রোপন করছে। এসব নারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টায় তারা মাঠে আসে। কাজ করে বিকেল ৫টা পর্যন্ত। দুপুরে শুধু খাবার বিরতী পান। এই কাজে তাদের মজুরী ৩৫০টাকা। কিন্তু একই কাজে পুরুষ পান ৬০০ থেকে ৭০০ টাকা। নারীরা কোন পুরুষ শ্রমিক থেকে কম করেন না। তারপরও মজুরী তাদের থেকে অনেক কম। অনেক পুরুষ শ্রমিক জানান, নারীরা জমির আগাছা পরিস্কার, কোদাল দিয়ে মাটি আলগা করা, পেঁয়াজের চারা রোপণ এসব কাজ পুরুষ শ্রমিকের সমান করে। তবে তারা মাথায় কোন কোন জিনিস নিতে পারে না। আর জমিতে কীটনাশক ছিটানো মেশিন কাধে নিয়ে ফসলের ক্ষেতে ছিটাথে পারে না। তাছারা অন্য সব কাজ পুরুষের সমান করে থাকে।

টমেটো ক্ষেতে কাজ করা চামেলী বেগম বলেন, খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ীর রান্না করে সবার খাবার দিয়ে নিজের খাবার সাথে নিয়ে মাঠে আসি। আমরা একজন পুরুষ মানুষের সমান কাজই করি। এই টমেটো ক্ষেতের মাটি কোপানোর কাজ করছি আমার থেকে বেশি কাজ কোন পুরুষ মানুষ করছে না। আমি শুধু মাথায় করে কোন জিনিস নিতে পারি না। আর যদি বলে এই জমিতে ওষুধ ( কীটনাশক) ছিটিয়ে দাও সেটি পারবো না। কিন্তু কাজ আমি কম করি না। ্আমার সাথে যে পুরুষ লোকটা কাজ করছে সে পাবে ৬০০ টাকা আর আমি পাবো ৩৫০ টাকা। আমাদের ঠকানো হয়। কিন্তু বেশি চাইলে তো কাজেই নিবে না। অভাবের সংসাওে তাই এই বেতনেই কাজ করি বাধ্য হয়ে।

সফুরা বগম বলেন, হিসেব করলে আমরা পুরুষ মানুষের থেকে বেশি কাজ করি। আমরা সকালে কাজে এসে শুধু দুপুরে খাবারের জন্য এই জমি থেকে বের হই। আর একজন পুরুষ মানুষ বিড়ি খাবে নানা ওছিলায় সে বিশ্রাম নেয়। আবার বাড়ী ফিরেও আমার সংসারের রান্না করতে হয়। আমি ওনাদের (পুরুষ শ্রমিকদের দেখিয়ে) থেকে কাজ কম করি না। তবে আমার টাকা কম। আগে আরো কম ছিল এখন গড়ে ৫০ টাকা বেড়েছে।

মনছের বেপারী বলেন, আমরা একসাথেই কাজ করি। বোঝা টানা ছাড়া মহিলারা সব কাজই সমান পারে। কিন্তু জমির মালিক তো সমান টাকা দেবেনা। তারা মনে করে পুরুষের যদি বলে ৪০ কেজি সার বাড়ী থেকে মাথায় করে জমিতে নিয়ে আস সে নিয়ে আসবে। কিন্তু নারীকে বললে সে তো আনতে পারবে না। এই একটা জায়গায় সে পিছিয়ে এজন্য টাকা কম পায়।

টমেটা ক্ষেতের মালিক আক্তার শেখ বলেন, নারীরা কাজে এসে ফাকি দেয় না। এটা সত্য। কিন্তু অনেক সময় বাড়ীতে রান্না করে আসতে একটু দেড়ি হয়। আবার ফেরার সময় আগে যেতে চায়। বলে বাড়ীতে গিয়ে রান্না করতে হবে। আমরা এসব বিবেচনায় নিয়েই তাদের কাজে নিয়ে থাকি। এখন আগে মাঠে এত নারী শ্রমিক ছিল না। এখন দাম একটু বেশি এজন্য নারী শ্রমিকও বেশি। তবে পুরুষের তুলনায় বেতন কম এজন্য তাদের চাহিদাও একটু বেশি। তবে নারী পুরুষের সমান বেতন হলে তখন আবার মানুষ পুরুষ শ্রমিকদের কাজে নেবে। নারীদের নেবে না।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, রাজবাড়ী অঞ্চলে পেয়াজ আবাদ বেশি হয়। এছাড়া চরাঞ্চলে সবজির আবাদ বেশি। এসব কাজে অনেক শ্রমিক প্রয়োজন। এজন্য এখানে মাঠে নারী শ্রমিকদের কাজ করতে বেশি দেখা যায়। তবে নারী শ্রমিকদের বেতন বৈষম্য রয়েছে। আমরা প্রতিটি কর্মশালামহ মাঠ দিবসে এই বিষয়টি চাষীদের বোঝায়। তবে আগের থেকে কিছুটা কমেছে। এখন পুরুষদের অর্ধেকের থেকে একটু বেতন বেশি পায় নারীরা।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএনসিসি প্রশাসকের গণশুনানিতে দু’পক্ষের মারামারি

হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাস...

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার যুবক ইউক্রেনের হামলায় নিহত

সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং পরিবারের অভাব ঘোচাতে রাশিয়...

মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বললো ভারত 

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করতে বাংলাদেশ...

ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির ত...

অভিনয়কে বিদায় জানালেন সোহেল রানা, করবেন না সক্রিয় রাজনীতি

চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিন শ...

ফেনীতে ড্যাবের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফেনী শাখার আয়োজনে শুক্রবার...

মুকেশ ধীরুভাই আম্বানি

মুকেশ ধীরুভাই আম্বানি যিনি আম্বানি নামেই বেশি পরিচ...

ডাইনোসর বিলুপ্ত না হলে কী হতো পৃথিবীতে

বিশালাকার ডাইনোসর পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত অতীতে।...

বিশ্ববাজারে সোনার দাম তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে: গোল্ডম্যান স্যাক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক...

কখনো কাউকে অসম্মান করিনি: মেসি

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা