সংগৃহীত
বাণিজ্য

কর্মবিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা, কার্যালয়ে অনুপস্থিত চেয়ারম্যান ও ৩ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সংস্থাটিতে কাজ হচ্ছে না। পুরো পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা-কর্মচারীরা নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করছেন। আজ বেলা ১১টায় বিএসইসি কার্যালয় ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ সংস্থাটির দ্বিতীয় তলায় মাল্টিপারপাস হলে একত্র হয়েছেন। নির্বাহী পরিচালকেরাসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিএসইসি ভবনের ষষ্ঠ তলায় সভায় মিলিত হয়েছেন। ভবনের পঞ্চম তলায় বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের তলায় একদম সুনসান নীরবতা।

বুধবার (৫ মার্চ) কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন–শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার। বৃহস্পতিবার তারা কেউ কার্যালয়ে আসেননি। সে কারণে পঞ্চম তলার কমিশন কার্যালয় একেবারেই ফাঁকা। চেয়ারম্যান ও তিন কমিশনারের কক্ষের সামনের নামফলকগুলো ভাঙা, কারো নাম দেখা যাচ্ছে না।

বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে নির্বাহী পরিচালকসহ সংস্থাটির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী প্রতিদিনের মতো কার্যালয়ে এলেও কাজ করছেন না। বিএসইসির কার্যালয়ের পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আজ সকালে আট থেকে ১০ জন বিনিয়োগকারীরা বিএসইসির কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবির চেয়ারম্যান আবু আহমেদেরও পদত্যাগ দাবি করা হয়েছে।

এর আগে বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা দিনভর বিক্ষোভ করেন।

এ সময় প্রায় চার ঘণ্টা বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনার ‘অবরুদ্ধ’ ছিলেন। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারীতে শুরু হলো টিসিবির ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি কর্মসুচি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ...

কটিয়াদীতে আইনশৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে আইন শৃঙ্খলা ও নি...

নতুন জাতের ‘বাউ ডাক’ পালনে সম্ভাবনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উদ্ভাবিত নতুন...

নন্দীগ্রামে শহরে নিত্যপণ্যের বাজার মনিটরিং,দই ভান্ডারে জরিমানা  

বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং করছে প্রশ...

ভালুকায় উপজেলা প্রশাসনের সুলভ মূল্যের বাজার, স্বস্তিতে সাধারণ মানুষ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে র...

নীলফামারী মেডিক্যাল নিয়ে চক্রান্ত করা হলে কঠোর আন্দোলন, উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নীলফামারী মেডিক্যাল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্...

বগুড়ায় ৮ হাজার নারীর তৈরি করা  ছন-তালপাতার পণ্য যাচ্ছে বিদেশে

বগুড়ায় ছন ও তালপাতা দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি, বাটি, ডালা, কড়াই, ট্রে ও পাটিসহ ব...

সোনাগাজীতে যুবদলের দু'পক্ষের সশস্ত্র সংঘর্ষে আহত ১০ : বাড়িঘর ভাংচুর, লুটপাট

ফেনীর সোনাগাজীতে মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে যুবদলের দু'পক্ষের সশস্ত্র স...

সিদ্ধান্ত জানাবেন রিয়াদ

হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এবার কি তবে মাহমুদউল্লা...

সাইফপুত্রের অভিষেক

করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রাখছেন আরো এক তারকার সন্তান। সাইফ আলি খানের ছেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা