কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, উদ্বিগ্ন অভিভাবকরা

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক সপ্তাহ ধরে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা না থাকায়, স্বাস্থ্য সুরক্ষা সংকটে ভুগছেন অভিভাবকরা। অপরদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা।যার ফলে শিশুদের টিকা নিতে আসা জনগণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

জানা যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ১০ ধরনের টিকা দেওয়া হয়ে থাকে।

রবিবার (২৩ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা ভবনের নিচ তলায় টিকাদানের জন্য নির্দিষ্ট কক্ষটিতে তালা ঝুলানো। দায়িত্বে থাকা দুজন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানোর কথা জিজ্ঞাসা করায় তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক নারীকে, শিশুদের টিকাদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন সোম ও মঙ্গলবারে আসতে। তবে এ ধরনের কোন নির্দেশিকা তিনি দেখাতে পারেননি। এ সময় বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা দূর দূরান্ত থেকে বেশ কয়েকবার টাকা পয়সা খরচ করে এখানে এসেও শিশুদের টিকা না থাকায় টিকা দিতে পারেননি। যার ফলে তারা এ ব্যাপারে খুবই হতাশা প্রকাশ করছেন।

এক অভিভাবক আল-আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। সময়মতো ও ধারাবাহিক ভাবে টিকা দিতে না পারলে স্বাস্থ্য -সুরক্ষা সংকটে পড়বে। এ ব্যাপারে আমার মত অনেক অভিভাবকই উদ্বিগ্ন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা , রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, শিশুদের কয়েক ধরনের রোগের টিকা আমাদের এখানে নেই। যেমন বর্তমানে বিসিজি, পেন্টা, পিসিভি টিকা আমাদের এখানে শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু দু সপ্তাহ ধরে আমাদের এখানে টিকা নেই বলে তিনি স্বীকার করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশা খান শিশুদের টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শিশুদের টিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত শিশুদের টিকা সরবরাহের ব্যাপারে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যেতে পারে, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন সময় বা তারিখ জানাতে পারেননি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত?

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঢাকায় নেয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে চাঁদ দেখা...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাবে ব্যাহত ত্রাণ তৎপরতা: জাতিসংঘ

মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত...

শেষবেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি

অন্যান্যবারের তুলনায় স্বস্তির হয়েছে এবারের ঈদযাত্রা। শনিবার (২৯ মার্চ) অধিকাং...

সেমাই-চিনির দরে স্বস্তি বিক্রিও বেশি

ঈদের দিন শহর থেকে গ্রাম– সর্বত্রই অতিথি আপ্যায়নের প্রধান অনুষঙ্গ সেমাই।...

যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

দরজায় কড়া নাড়ছে ঈদ। এ কারণে শেষ সময়েও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে...

হুইল চেয়ারে প্রিমিয়ার শো-তে এলেন মোশাররফ করিম

শনিবার (২৯ মার্চ) রাত ৮টা। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সি...

মেসি ম্যাজিক দেখালেন, উল্টো দিকে চোখ ধাঁধালেন ‘বাংলাদেশি’ তরুণ

গত ১৭ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছি...

চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩

চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা