সংগৃহীত
খেলা

এমবাপ্পের ২০০ আর বেলিংহামের পাঁচ

ক্রীড়া ডেস্ক

জয় সহজে ধরা দিয়েছে। রিয়াল মাদ্রিদ জিরোনাকে তাদেরই মাঠে হারিয়েছে ৩-০ ব্যবধানে। আর এ জয় এসেছে এমন দিনে, যখন লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ড্র করে পয়েন্ট খুইয়েছে। রিয়াল এক ম্যাচ কম খেলায় বার্সাকে টপকে যাওয়ার সুযোগও এখন হাতের নাগালে।

তবে লা লিগায় রিয়ালের শনিবার (৭ ডিসেম্বর) রাতের জয়ে সন্তুষ্টির বড় জায়গা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের একসঙ্গে জেগে ওঠা। মাদ্রিদে এমবাপের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পেছনে যে সব বিষয় আলোচনায় ওঠে এসেছিল, তার একটি বেলিংহামের সঙ্গে এমবাপ্পের রসায়ন না ঘটা। মাঠে এমবাপের কোনো বন্ধু নেই, বেলিংহাম তাকে এড়িয়ে চলেন— দু দিন আগেই এমন একটি মন্তব্য করেছিলেন সাবেক ফ্রান্স ও আর্সেনাল মিডফিল্ডার এমানুয়েল পেতিত।

জিরোনার বিপক্ষে জয়ে ৩৬ মিনিটে রিয়ালের প্রথম গোলটি করেছেন বেলিংহাম। এটি ছিল লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে বেলিংহামের পঞ্চম গোল। গত মৌসুমে ২৮ ম্যাচে ১৯ গোল করা এই মিডফিল্ডার এ বছর প্রথম থেকে ছিলেন গোলখরায়। প্রথম গোল পেয়েছেন গত ১১ নভেম্বর ওসাসুনার বিপক্ষে নিজের অষ্টম ম্যাচে। এর পর একটি করে গোল করেছেন লেগানেস, হেতাফে, অ্যাথলেটিক বিলবাও ও জিরোনার বিপক্ষে।

বেলিংহাম জিরোনার বিপক্ষে গোল করার পাশাপাশি একটি করিয়েছেনও। ৫৫ মিনিটে আর্দা গুলেরের গোলে অ্যাসিস্ট ছিল তার। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বেলিংহামকে বেশিক্ষণ মাঠে রাখেননি। চোটশঙ্কায় ৬০ মিনিটে তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন এমবাপ্পেও। ২৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড ৬২তম মিনিটে যে গোলটি করেছেন, সেটি রিয়ালের হয়ে লিগে তার নবম গোল। এই গোলে শীর্ষ স্তরের লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। ২০১৫-১৬ মৌসুমে মোনাকোয় ক্যারিয়ার শুরু করা এমবাপে ক্লাবটির হয়ে ৪১ ম্যাচে করেছিলেন ১৬ গোল। এরপর পিএসজিতে ৭ মৌসুমে ২০৫ ম্যাচে লিগ গোল ১৭৫টি।

২০০তম গোল করা ম্যাচের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি নিজের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন এমবাপ্পে। তবে বেলিংহামের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অস্বস্তিকর এক প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে। গত সপ্তাহে রিয়াল-বিলবাও ম্যাচের পর বেলিংহামের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে ইংলিশ মিডফিল্ডারকে এমবাপের বিষয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়। এরপর পেতিতের ওই মন্তব্য তো আছেই। এমবাপ্পে অবশ্য সতীর্থ হিসেবে বেলিংহামের প্রশংসাই করেছেন রিয়াল মাদ্রিদ টিভির সঙ্গে সাক্ষাৎকারে, ‘সে বড়মাপের খেলোয়াড়। মাদ্রিদে উঁচু মানের ফুটবলারদের সঙ্গে খেলতে পারাটা আনন্দের। জুড (বেলিংহাম) আজ খুবই ভালো খেলেছে।’

লা লিগা পয়েন্ট তালিকায় ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুক্তিজোট সকল খ্রিষ্ট ধর্মাবলম্বীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন

বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের সংগঠন প্রধান আব...

চারার ফেরিওয়ালা বয়োবৃদ্ধ গিয়াস

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামে...

নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভ...

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

আসছে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছ...

বেথলেহেমে বড়দিনের উৎসবে যুদ্ধের ছায়া

বিশ্বজুড়ে আজ বুধবার (২৫ ডিসেম্বর) পালিত হচ্ছে খ্রি...

রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে “জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে রক্ত স্নাত বাংলাদেশে খুনি-লুটেরাদে...

উপসচিব থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য...

সচিবালয়ের আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি...

তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে

টানা তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এ নিয়ে চলতি মৌ...

কুষ্টিয়ায় শোবার ঘরে ঝুলছিল নারী পুলিশ সদস্যের লাশ

কুষ্টিয়ার কমলাপুর এলাকায় ভাড়া বাসার শোবার ঘরে ফ্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা