জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্য কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্বাচন কর্মকর্তা-কর্মচারিরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শুরু থেকেই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরিষেবা দায়িত্বশীলতার সঙ্গে দিয়ে আসছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা। অথচ এ পরিষেবা অন্য কমিশনের হাতে চলে যাওয়া কূট কৌশলের অংশ। অন্য কমিশনে গেলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি পোহাতে হবে সেবাগ্রহীতাদের।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ সাইফুলসহ অন্যরা।
আমারবাঙলা/ইউকে