বিনোদন

এক সিনেমায় কাজ করতে আগ্রহী তিন খান

আমার বাঙলা ডেস্ক

বলিউডের তিন স্তম্ভ তিন খান। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন এ তিন খান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির। এ তিনজন একসঙ্গে হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও, একসঙ্গে সিনেমা করা হয়নি তাঁদের।

বাস্তব জীবনে তাদের মধ্যকার সম্পর্কও যথেষ্ট ঘনিষ্ঠ। তবে বিভিন্ন সময়ে ভক্তদের আবদার থাকার পরও নানা কারণে একসঙ্গে রুপালি পর্দায় দেখা মেলেনি তাদের। প্রায়ই এই বিষয়টি উঠে আসে আলোচনায়। এবার ভক্তদের সেই প্রত্যাশা আরো পাকাপোক্ত করলেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। অপেক্ষা চলছে কেবল জুতসই একটা চিত্রনাট্যের। তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া এক বক্তৃতায় আমির খান জানিয়েছেন, তিনি বলিউডের বাকি দুই মহানায়ক শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

আমির বলেন, ‘প্রায় ছয় মাস আগে শাহরুখ, সালমান ও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে আমিই প্রস্তাবটি দিয়েছিলাম। শাহরুখ ও সালমানকে বলেছিলাম যে আমরা তিনজন যদি একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সেটা দুঃখজনক হবে।’ আমিরের মতে, অন্য দুজন প্রস্তাবে প্রতি ইতিবাচক ছিলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় সালমান ও শাহরুখও সমানভাবে একমত। তারাও জানিয়েছিল আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করা উচিত। তাই আশা করছি শিগগিরই এটা হবে।’

কিন্তু তিন খানকে একসঙ্গে দেখতে পাওয়ার জন্য একটা গল্প প্রয়োজন, যেখানে তারা স্বতন্ত্রভাবে নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবেন। গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বলেছেন, ‘এর জন্য সঠিক গল্পের প্রয়োজন, তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে, তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বসিত।’

এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন, তিনি নিজেও বলিউডের তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান।

আমির বলেন, ‘আপনার ও আমার চিন্তাভাবনা একেবারে একই রকম। আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি। যদি আমাদের ক্যারিয়ারের এ পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা