আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের নারীরা। শনিবার (৩০ নভেম্বর) টসে জিতে শুরুতে ব্যাটিং নিলেও জুতসই রান করতে পারেনি আইরিশ নারীরা। ১৯৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলেও হয়ে সবচেয়ে বেশি রান করেন অ্যামি হানটার। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত রান ছুঁয়ে ফেলে বাংলাদেশের নারীরা। দলে হয়ে সবচেয়ে বেশি রান করেন ফারজানা হক।
এর আগে আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। বিপরীতে, ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানের সুবাদে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক টাইগ্রেসরা। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ নিশ্চিত করল।
এর আগে বাংলাদেশ ও আয়রল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের। বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
.
আমার বাঙলা/এসএইচ