ছবি-সংগৃহীত
রাজনীতি
লক্ষ্মীপুর সদর আসন

উপনির্বাচনে জাপার প্রার্থী মোহাম্মদ রাকিব

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেলেন মুহাম্মদ রাকিব হোসেন।

সোমবার (৯ অক্টোবর) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মুহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ উল্যার বড় ছেলে। মোহাম্মদ উল্যা লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। গত ২৩ আগস্ট তিনি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান।

রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা বেঁচে থাকলে প্রার্থী হতেন। তার স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমি দলীয় মনোনয়ন চেয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছেন। লাঙল প্রতীকে নির্বাচন আমার জন্য স্বপ্নের। আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। দলের সকল নেতাকর্মীকে পাশে থাকার জন্য অনুরোধ করছি।

এদিকে, গতকাল সোমবার থেকে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন গোলাম ফারুক পিংকু আওয়ামী লীগ, মোহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টি, মো. শামছুল ইমলাম জাকের পার্টি, মনিন্দ্র কুমার নাথ স্বতন্ত্র, মো. জাহাঙ্গীর আলম জাতীয় পার্টি, সেলিম মাহমুদ ন্যাশনাল পিপলস পার্টি।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সাংবাদিকদের জানান, আমাদের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ৬টি ফরম গেছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান পরিচালনা ক...

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর...

ট্রাম্পকে অবারও হত্যাচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপা...

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূল...

সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল আটক

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাও...

বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের সদরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের...

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর দৌলতদিয়া-...

ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান পরিচালনা ক...

বিদ্যুতায়িত হয়ে ট্রলারচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যু...

৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা