সংগৃহিত
রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির উদ্যোগে আগামী ২১ ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে জোড়েসোরেও প্রচার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য এ মাসের শেষের দিকে লন্ডন যাচ্ছেন। মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ গণমাধ্যমকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।

ইশতিয়াক বলেন, সমাবেশে যোগ দেয়ার মতো পরিস্থিতিতে নেই ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা । ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা আছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। আশা করছি সেখানে ম্যাডাম থাকবেন।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য এই ডিসেম্বরেই তিনি (বেগম খালেদা জিয়া) প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করবেন তা কর্মসূচির আওতায় রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান।

তিনি আর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সনের। তবে তার শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দল আয়োজন স্থগিত করেছে।

আমার বাঙলা/ এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনে...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা