আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে কয়লা বিক্রির ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে কলম্বিয়ার বাণিজ্য মন্ত্রণালয়। অভ্যন্তরীণ নথি ও এক ব্যক্তির বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক ও বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত একটি কমিটির কাছে কয়লার চালান সীমাবদ্ধ করার আহ্বান জানিয়েছে। এর আগে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ গাজায় গণহত্যা অভিযোগে জাতিসংঘের সদস্যদেশগুলোকে দ্রুত ইসরায়েলের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদন তুলে ধরেন ফ্রান্সেসকা আলবানিজ। তিনি অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোটিয়ার।
প্রতিবেদনে তিনি বলেন, ‘মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও অপরাধের সীমা অতিক্রম করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি। ’সূত্র : জেরুজালেম পোস্ট
এবি/এইচএন