আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেরমান প্রদেশে এক ব্যক্তি তার ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, কেরমান প্রদেশের ফারিয়াব শহরে ৩০ বছর বয়সী এক ব্যক্তি কালাশনিকোভ অস্ত্র থেকে গুলি চালিয়ে তার পরিবারের ১২ সদস্যকে হত্যা করেছেন। এর মধ্যে তার বাবা এবং ভাইও রয়েছেন।
পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হন।
প্রদেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদি বলেন, পারিবারিক বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে এ ধরনের গণ গোলাগুলির ঘটনা বিরল। কারণ দেশটিতে কেবল শিকারের কাজে ব্যবহারের জন্য ব্যক্তি পর্যায়ে রাইফেলের লাইসেন্স দেয়া হয়।
প্রসঙ্গত, গত মাসে একই প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি ঘাঁটির ভেতরে গুলি চালান এক সেনা সদস্য। এ হামলায় কমপক্ষে ৫ সৈন্য নিহত হন। সূত্র: এএফপি।
এবি/এইচএন