আন্তর্জাতিক

ইমরান-বুশরার বিরুদ্ধে এবার ৮ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অতি সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ বিক্ষোভ দেশটির শাসকদের অনেকটা ভীত করে তুলেন। বিক্ষোভের পর পিটিআইয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কারাবন্দি নেতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি নতুন মামলা দায়ের হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নূন, নিলোর, তার্নল এবং বানিগালা থানায় করা হয়েছে এসব মামলা। ইসলামাবাদের পুলিশ বাদি হয়ে এসব মামলা করেছে বলে জানা গেছে।

ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। ২৭ নভেম্বর মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন।

সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয় তাদের। এতে পুলিশ-রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ছয় জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার। পিটিআইয়ের যে কোনো কর্মী-সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল।

এদিকে ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। এই ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তারপর ২৭ ডিসেম্বর রাতেই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পিটিআই।

এদিকে, পিটিআই কর্মসূচি প্রত্যাহারের পরের দিন বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দেশকে উসকানির রাজনীতির কবল থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়।

বৈঠকে শাহবাজ বলেন, আমরা পাকিস্তানকে রক্ষা করব, নাকি এ ধরনের উসকানিমূলক রাজনীতিকে প্রশ্রয় দেবো— সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

তার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে দায়ের করা হয় নতুন এই আট মামলা।

বিশৃঙ্খলা-সন্ত্রাসে উসকানি ও দুর্নীতির একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবিও তোশাখানা মামলার আসামি হিসেবে নয় মাস কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিন পেয়ে মুক্ত হয়েছেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। বৃহস্পতিবার...

চিন্ময় দাসের গ্রেফতার ও সাইফুল হত্যা: যত অপতথ্য ছড়িয়েছে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়...

কোটচাঁদপুরে টিএনও’র অপসারন দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: আদালতে রাষ্ট্রপক্ষ

ইসকনের নেতা গ্রেফতারের ঘটনা ও চট্টগ্রামে আইনজীবী...

টঙ্গীবাড়ীতে খাদ্যবান্ধব  কর্মসূচির চাল বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়...

কলকাতায় হাইকমিশনের সামনে বিক্ষোভ

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস ব...

খেলাফত মজলিস গজারিয়া শাখার বিক্ষোভ মিছিল

ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে...

বাংলাদেশ ইস্যুতে যা বলল ভারত

ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে আবার উদ্বেগ প্...

আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

গ্রেফতার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এনিয়ে মোট ১৮...

দলের ১১ জনই বোলার

দলের প্রয়োজনে কখনো স্বাভাবিকের চেয়ে বেশিসংখ্যক বোল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা