সংগৃহীত
আন্তর্জাতিক

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার ফিলিস্তিনে সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘উসকানিমূলক কনটেন্ট (আধেয়)’ প্রচারের অভিযোগে বুধবার (১ জানুয়ারি) এ আদেশ দেওয়া হয়।

ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ‘সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি ফিলিস্তিনে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কনটেন্ট ও প্রতিবেদন সম্প্রচার করায় আল-জাজিরার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আল-জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, তারা বুধবার রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে।

বুধবার আল-জাজিরায় কিছু ছবি প্রচার করা হয়। এসব ছবি দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা রামাল্লায় আল-জাজিরার কার্যালয়ে ঢুকছেন ও সম্প্রচার বন্ধের আদেশ হস্তান্তর করছেন।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আল–জাজিরার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইতোমধ্যে আল–জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ জনগণের অধিকার ও স্বাধীনতা খর্ব এবং জনগণের ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরো জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে, সেসবের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।’

অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে তারা আরো বলেছে, ‘যে গণমাধ্যম দখলদারির তথ্য প্রকাশ করে ও আমাদের জনগণের দৃঢ়তাকে সমর্থন করে, তার সম্প্রচারের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গাজা উপত্যকায় হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যে টানাপোড়ন বেড়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমটিতে খবর প্রচারের পর এ টানাপোড়ন তৈরি হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে আল–জাজিরা এই বলে ফাতাহর নিন্দা জানিয়েছিল যে অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় সংগঠনটি তাদের বিরুদ্ধে ‘উসকানিমূলক প্রচারণা’ চালিয়েছে।

ওই সময় আল–জাজিরা এক বিবৃতিতে বলেছিল, ‘জেনিনে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের প্রতিরোধযোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নেটওয়ার্কে (আল–জাজিরায়) খবর প্রচারের পর এমন প্রচারণা চালানো হয়েছে। জেনিনের দুঃখজনক ঘটনায় প্রতিবেদন প্রচারের সময় প্রতিরোধযোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্রসহ সব কণ্ঠের উপস্থিতি নিশ্চিত করেছে আল–জাজিরা।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্...

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রেষনে,স্বাস্থ্য সেবা ব্যাহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান...

অপূর্ব-মেহজাবীনের রেকর্ড ভাঙলেন নিলয়-হিমি

ভিউয়ের দিক থেকে ইউটিউব নাটকের শীর্ষ নাটক ছিল মিজানুর রহমান আরিয়ানের নির্মিত &...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

নীলফামারীর জলঢাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে শফিউর রহমান নামের এক ব্যাক্তিকে শীর্ষ চা...

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

ফতুল্লায় স্ত্রীর সাবেক স্বামী ও কন্যার হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিতু নামের এক নারীর সাবেক স্...

র‍্যাব ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা গোয়েন্দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা