বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। ওই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ২৮ জন রয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।
জানা গেছে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে দলটি।
তবে এই দলে জায়গা পাননি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। দলের সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি দিবালা। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও।
তবে চোট কাটিয়ে দলে ফিরছেন জুভেন্তস উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। চোটের আশঙ্কা থাকলেও ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো জায়গা করে নিয়েছেন দলে। জাতীয় দলে আবারো ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া ও লাৎ্সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।
এরআগে, লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩।
আর্জেন্টিনা দল
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), জিরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনটিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জেরমান পেৎ্জেল্লা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেটিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেটিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভালেন্টিন কাসতেয়ানোস (লাৎ্সিও)।
আমারবাঙলা/এমআরইউ