সোমবার, ৭ এপ্রিল ২০২৫
ফাইল ফটো
খেলা প্রকাশিত ২৫ জুন ২০২৪ ১৫:২১
সর্বশেষ আপডেট ২৫ জুন ২০২৪ ১৫:২১

আর্জেন্টিনা-চিলির নতুন লড়াই

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে নতুন অধ্যায় লেখার দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও চিলি। নতুন লড়াইয়ের মঞ্চ পুরোনো, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ২০১৬ সালে এই মাঠেই কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা।

২০১৫ সালে সান্তিয়াগোয় আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছিল চিলি। পরের বছরও তারাই ভেঙেছিল লিওনেল মেসির শিরোপা স্বপ্ন। চিলি দুটি ফাইনালেই জিতেছিল টাইব্রেকারে।

বাংলাদেশ সময় বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আট বছর আগের ওই ফাইনালে স্মৃতি ভুলে যাওয়ার কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

“২০১৬ সালের ফাইনালে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নাই। আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই।” “সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে। বল কখনও থামে না আর সত্যিই কোনো কিছু রেখে যায় না। সব কিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনো অর্থ নাই।”

টানা দুটি আসরের ফাইনালে টাইব্রেকারে হারার পর ২০১৯ আসরে দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। সাফল্যের ধারায় থাকা দলটি ২০২২ সালে জেতে বিশ্বকাপ। চলতি বছরের শুরুতে চিলির কোচ হয়ে রিকার্দো গারেকা উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য। জন্মভূমির বিপক্ষে খেলা সব সময়ই তার কাছে ‘স্পেশাল।’

আর্জেন্টিনার বিপক্ষে এখনও জয়শূন্য গারেকা। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পেরুর কোচ থাকার সময়ে চার ম্যাচের দুটি হেরেছিলেন, দুটি ড্র হয়েছিল। “আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ। এটা কেবলই একটা জাতীয় দল নয়।

আর্জেন্টিনার নিজের কারণেই এর গুরুত্ব, এটা যে সবের প্রতিনিধিত্ব করে, সব মিলিয়ে যৌক্তিক কারণেই এটা আমার কাছে বিশেষ।”

কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা পরের ম্যাচেই শেষ আট নিশ্চিত করে ফেলতে পারে। পেরুর বিপক্ষ গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা চিলির অপেক্ষায় কঠিন লড়াই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি ক্ষমতায় এলে মন্দিরে হামলারও বিচার হবে: মোশারফ হোসেন

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাত...

কটিয়াদীতে সুপেয় পানির তীব্র সংকট, টিউবওয়েলে উঠছে না পানি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে হস্তচালিত টিউবওয়েল...

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক ক...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা